গ্রাম বাংলা ২০ মার্চ ২০২৪

গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৫

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপরে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। নিহত সবাই মাইক্রোবাসের যাত্রী। আজ বুধবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ছাগলছিরা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শিতল চন্দ্র পাল দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, সকালে উপজেলার ছাগলছিড়া এলাকায় বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস তিন যাত্রী মারা যায়। আহত হয় কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner