নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
কুমিল্লা: কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) মেয়র পদে উপনির্বাচনে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ করেছেন হাতি প্রতীকের প্রার্থী নূর উর রহমান মাহমুদ তানিম। সকাল ৯ টার দিকে নগরীর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল ভোটকেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘বাস প্রতীকের সমর্থকরা সকাল ৭ টা থেকেই আমার নির্বাচনী এজেন্টদের ঢুকতে দেয়নি, বের করে দিচ্ছে। ভোটারদেরকে মারধর করা হচ্ছে। নারী ভোটারদের ভয়-ভীতি দেখানো হচ্ছে।প্রার্থী আরও বলেন, ভোটকেন্দ্রের আশপাশের মোড়গুলোতে সন্ত্রাসীরা অবস্থান নিয়েছে। তারা চিহ্নিত ভোটারদের ভোটকেন্দ্রে আসতে দিচ্ছে না। শুক্রবার (৮ মার্চ) রাত থেকেই আমার সমর্থকদের বাড়ী-বাড়ী গিয়ে হামলা করেছে।নির্বাচন কমিশনকে অনুরোধ করে নূর উর রহমান মাহমুদ তানিম বলেন, ‘আমি মনে করি নির্বাচন কমিশন বিষয়গুলো দেখবে।’