নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
বিনোদনঃ নতুন রূপে পর্দায় হাজির হচ্ছেন বলিউডের তিন অভিনেত্রী কারিনা কাপুর, কৃতি শ্যানন ও টাবু। এই তিন অভিনেত্রীকে দেখা যাবে বিমান সেবিকা রূপে। নতুন ছবি ‘ ক্রু ’তে বিমানসেবিকার পোশাকে দেখা যাবে তাদের। ক্রু ছবিতে এই তিন নায়িকার ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে সম্প্রতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের এই লুক পোস্ট করেছেন তারা। এই ছবি মুক্তি পাবে ২৯ মার্চ।সিনেমাটি পরিচালনা করেছেন রাজেশ কৃষ্ণণ। ছবির প্রযোজনার দায়িত্বে আছেন একতা কাপুর ও রেহা কাপুর। এর আগে ভিরে দ্য ওয়েডিং ছবির প্রযোজনা করেছিলেন একতা ও রেহা। এটি একসঙ্গে তাদের দ্বিতীয় কাজ।এদিকে সামাজিক মাধ্যমে নায়িকারা যে পোস্টার শেয়ার করেছেন। সেখানে ক্যাপশনে লিখেছেন, আপনারা তৈরি তো আমাদের ক্রুয়ের সঙ্গে উড়তে? সিনেমার ফাস্টলুকে নায়িকাদের বিমান সেবিকাদের মতো রক্তরাঙার সঙ্গে সাদা লেয়ারিং করে পোশাক এবং মাথায় বিমানসেবিকার বিশেষ টুপি পরিহিত অবস্থায় দেখা গেছে। এই ছবিতে এই তিন নায়িকাসহ থাকছেন দিলজিৎ দোসাঞ্জ ও বিশেষ একটি ভূমিকায় দেখা যাবে কপিল শর্মাকে।