নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
বিনোদনঃ ভারতীয় ধনকুবের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি আর নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি। গত বছর রাধিকা মার্চেন্টের সঙ্গে হয়েছিল বাগ্দান। এবার বিয়ে নিয়ে ইতোমধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে। আম্বানিদের এই গ্র্যান্ড অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় কারা থাকছেন শুনলে অবাক হবেন কিছুটা।আগামী ১২ জুলাই মুম্বাইয়ে গাঁটছড়ায় বাঁধা পড়বেন অনন্ত-রাধিকা। তবে ১ থেকে ৩ মার্চ পর্যন্ত চলবে বিবাহ-পূর্ব উৎসব। গুজরাটের জামনগরে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী উৎসব। থাকবেন দেশ-বিদেশের বহু তারকা অতিথি। উপস্থিত থাকবেন হলিউড-বলিউডের অনেকেই।তারকাদের মধ্যে আছেন শাহরুখ খান, আমির খান, সালমান খান, বচ্চন পরিবার, সাইফ আলী খানের পরিবার, অজয় দেবগন-কাজল দেবগন, রণবীর সিং-দীপিকা পাড়ুকোন, রাণবীর কাপুর-আলিয়া ভাট, রজনীকান্ত, অক্ষয় কুমার-টুইঙ্কেল খান্না, ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল, মাধুরী দীক্ষিতসহ বহু মেগাস্টার।অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে শচীন টেন্ডুলকার, এম এস ধনি, রোহিত শর্মা, কে এল রাহুলসহ বহু স্পোর্টসম্যানের।আম্বানি পরিবারের এই মহাসমারোহে থাকবেন দেশি-বিদেশি বড় বড় বিজনেস টাইকুনও। তাঁদের মধ্যে আছেন টাটা গ্রুপের এন চন্দ্রশেখরন, কুমার মঙ্গলম বিড়লা ও তাঁর পরিবার, সপরিবার গৌতম আদানি, নন্দন নিলেকানি, সঞ্জীব গোয়েঙ্কাসহ তাবড় তাবড় ব্যবসায়ী আর শিল্পপতি।এছাড়া থাকছেন বড় বড় আন্তর্জাতিক তারকা-ব্যবসায়ীও। নিমন্ত্রিত ফেসবুকের প্রতিষ্ঠাতা সিইও মার্ক জাকারবার্গ, মাইক্রোসফটের কো-ফাউন্ডার বিল গেটস, অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই, ডিজনির সিইও বব ইগার। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, ভুটানের রাজা-রানি এবং কাতারের প্রধানমন্ত্রী।তিন দিন ধরে চলা এই উৎসব সাজানো হয়েছে নানা রকম অনুষ্ঠানে।