নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
বিনোদনঃ ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর না ফেরার দেশে পাড়ি জমালেন পাকিস্তানের এক সময়ের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী নওশীন মাসুদ। বুধবার (৬ ডিসেম্বর) তার সাবেক স্বামী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংবাদমাদ্যমকে।নওশীন মাসুদ একাধারে একজন অভিনেত্রী, প্রযোজক, লেখক ও উপস্থাপক হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে পাকিস্তানের শোবিজ ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে প্রিয় তারকাকে নিয়ে শোকবার্তা জানাচ্ছেন সহকর্মী এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির খবর, নওশীনের সাবেক স্বামী তারিক কুরাইশি ফেসবুকে মৃত্যুর বিষয়টি দুঃখজনক খবর উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, আমার সাবেক স্ত্রী নওশীন মাসুদ দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে কঠিন লড়াইয়ের পর মারা গেছেন। ছেলেদের জন্য দারুণ স্মৃতি রেখে শান্তিতে বিশ্রাম নিন তিনি।এদিকে অভিনেতা আদনান সিদ্দিকী সোশ্যালে অভিনেত্রী নওশীনের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, নওশীন, প্রিয় বন্ধু ও সুন্দর আত্মাকে বিদায়। তার উষ্ণতা ও শৈলী ক্যামেরায় এবং ক্যামেরার বাইরে শেয়ার করা সব মুহূর্তকে জাদুতে তৈরি করেছে। তার সৃষ্টি করা স্মৃতিগুলোর জন্য কৃতজ্ঞ আমরা। শান্তিতে বিশ্রাম নিন।অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছন অভিনেত্রী নওশীন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘জাল’, ‘কলোনি ৫২’, ‘গের তো আখির আপনা হ্যায়’ ও ‘ডলি কি আয়েগি বারাত’। তার অভিনীত অধিকাংশ নাটকই ছিল হিট। ফলে অল্পতেই জনপ্রিয় হয়ে উঠেন এ অভিনেত্রী।নাটকে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায়ও দারুণ ছিলেন তিনি। এছাড়া জুনায়েদ জামশেদ, আমির জাকি, জাওয়াদ আহমেদ, শাহজাদ রাই এবং মিউজিক ব্যান্ড জুনুনসহ পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পীদের গানের ভিডিও পরিচালনা করেছেন অভিনেত্রী নওশীন।