বাংলাদেশ ২০ ডিসেম্বর ২০২৩

ইউজিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি আনোয়ার, সম্পাদক শাহাদৎ

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্মচারী ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির চতুর্থ সাধারণ নির্বাচনে মো. আনোয়ার হোসেন সভাপতি ও শাহাদৎ হোসেন খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ইউজিসি ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিটির অন্য নির্বাচিত সদস্যরা হলেন সহসভাপতি মো. লিটন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম জীবন, কোষাধ্যক্ষ মো. বাবু হোসেন, প্রচার সম্পাদক মো. জাকির হোসেন, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ইব্রাহীম সরদার।সকাল ১০টা থেকে বেলা ১:০০টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. নাসির উদ্দন। নির্বাচনে ১৮৩ জন ভোটারের মধ্যে ১৮২ জন ভোট দেন।৯ সদস্যবিশিষ্ট এই কার্যানির্বাহী কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner