নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে ভাষণের পর জরুরি বৈঠকে বসছে বিএনপি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় দলের স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, প্রধান উপদেষ্টার ভাষণ এবং আসন্ন জাতীয় নির্বাচনসহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে স্থায়ী কমিটির এই বৈঠকে।বিএনপির নীতিনির্ধারণী এ বৈঠকে দলীয় কৌশল ও পরবর্তী কর্মপন্থা নির্ধারণ হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক








