গ্রাম বাংলা ০১ ডিসেম্বর ২০২৩

গলাচিপা-দশমিনায় জমে উঠেছে ভোটের আমেজ

৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

post

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) পটুয়াখালীর গলাচিপায় আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনে লড়াই করার জন্য চার জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক বিজিবি প্রধান লেফটেন্যান্ট জেনারেল অব. আবুল হোসেন, জাতীয় পার্টি মো. নজরুল ইসলাম, ন্যাশনাল পিপলস ওলামা পার্টি মাওলানা সাইদুর রহমান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং বর্তমান এমপি এসএম শাহজাদা। সকল প্রার্থীরা গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল এর নিকট মনোয়ন পত্র দাখিল করেন।


গলাচিপায় পুনরায় নৌকার মাঝি এস এম শাহজাদা 

পটুয়াখালীর গলাচিপায় পুনরায় মনোনিত নৌকার মাঝি এস এম শাহজাদাকে বরণ করে নিতে জন¯্রােত দেখা গেছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা উপজেলার দ্বিতীয়বারের মত বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কা প্রার্থী হিসেবে এস এম শাহজাদা নৌকার মাঝি হওয়ায় দলের এবং সাধারণ ভোটার সমর্থকদের আস্থার ভালবাসায় সিক্ত এস এম শাহজাদা- গতকাল বুধবার (২৯ নভেম্বর) গলাচিপা ফেরিঘাট এলাকা থেকে দলের নেতাকর্মী সমর্থকদের বাঁধভাঙ্গা জোয়ারের মতো কর্মীদের আনন্দ ও শুভেচ্ছা মিছিল বের করেন। মিছিলের অগ্রভাগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক উপজেলা চেয়ারম্যান মো. শাহিন শাহ, ১২টি ইউনিয়নের চেয়ারম্যান গন, আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান ও সহসভাপতি আজিজুর রহমান বাবুল ভূইয়ার, দিক নির্দেশনায় ফেরিঘাট থেকে শান্তিপূর্ণ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে প্রধানমন্ত্রী কে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেয় এবং নৌকা সাজিয়ে দলীয় জাতীয় পতাকা নিয়ে দলীয় কার্যালয়ে সমাবেশ করে। নৌকার প্রার্থী এস এম শাহজাদা কে, ফুলের শুভেচ্ছা ও মালা দিয়ে বরণ করে। নৌকা প্রতীক পেয়ে এস এম শাহজাদা বঙ্গবন্ধুর ধানমন্ডি বাসভবনে জাতির জনকের প্রতি শ্রদ্ধা শেষে নমিনেশন পত্র হাতে নিয়ে তিনি টুংগীপাড়া বঙ্গবন্ধুর মাজারে কবর জিয়ারত করেন। পরে তিনি নেতাকর্মীদের নিয়ে তার নির্বাচনী এলাকায় গলাচিপা হয়ে দশমিনা উপজেলায় জন-মানুষের সাথে সাক্ষাৎ করবেন বলে দলীয় সূত্রে জানা যায়। আনন্দ মিছিলে বিভিন্ন ইউনিয়ন থেকে চেয়ারম্যান, ইউনিয়ন সভাপতি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এস এম শাহজাদাকে বরণ করার জন্য শোভাযাত্রা আকারে ফেরিঘাট এলাকায় অবস্থায় নেয়। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বর্তমান এমপি কে নমিনেশন প্রাপ্ত হওয়ায় তাকে শুভেচ্ছা স্বাগত জানান।


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner