বিনোদন ৩০ নভেম্বর ২০২৩

দ্বিতীয় বিয়ে নিয়ে কথা বললেন অপু বিশ্বাস

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

বিনোদনঃ ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। কিং শাকিব খানের প্রাক্তন, না কি বর্তমান স্ত্রী— সেই নিয়ে বিস্তর জল্পনার ডালাপালা মেলছে চারদিকে। এই অবস্থায় ভারতীয় একটি গণমাধ্যমকে তিনি বলেন, জয় ‘ব্রোকেন’ শব্দটার সঙ্গে পরিচিত নয়।অপু এবং শাকিবের বর্তমান সম্পর্ক নিয়ে একটি প্রশ্নের উত্তরে এই অভিনেত্রী বলেন, আমার সন্তান কোনো ভাঙা পরিবারে বেড়ে উঠুক। আমি চাই না। আমি আমার সন্তানকে নিয়ে ভীষণ সচেতন। যে কোনো সন্তানের কাছে পরিবার খুব গুরুত্বপূর্ণ। বাবা-মা হিসাবে সন্তানকে একটা সুনিশ্চিত জীবন দেওয়া আমাদের কর্তব্য। তিনি আরো বলেন, পরিবারের অশান্তিগুলো আমাদের মধ্যেই থাকা উচিত। সন্তানকে যাতে কোনও অশান্তি ছুঁতে না পারে। এই জিনিসটা জয় কখনো বুঝতেই পারে না। কারণ আমি, আমার শ্বশুর-শাশুড়ি, শাকিব সকলেই ভীষণ সচেতন। আমার ছেলের কাছে বিষয়টা— আমার মা কাজ করে, আমার বাবা কাজ করে। ব্যস্ত বলে দূরত্ব রয়েছে। কিন্তু ‘ব্রোকেন’ শব্দটার সঙ্গে ও পরিচিত নয়।দ্বিতীয় বিয়ের বিষয়ে এই অভিনেত্রী সরাসরি কথা বলেন। এই সময় তিনি বলেন, দ্বিতীয় বিয়ের দরকারটা কি? বাংলাদেশে আমার এমন একটা জায়গা রয়েছে, যেখানে সকলে ভাবেন অপু যা-ই করবেন তার মধ্যে একটা বার্তা থাকবে। সেই দিক থেকে দর্শকের কাছে খুবই কৃতজ্ঞ। একটা মেয়ে, যার সন্তান আছে সে কেন দ্বিতীয় বিয়ে করবে? 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner