বিনোদন ২৭ মার্চ ২০২৪

‘তুফান’ সিনেমায় নায়ক শাকিব, খলনায়ক যীশু সেনগুপ্ত!

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

বিনোদনঃ ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক রায়হান রাফী।সিনেমার নাম \'তুফান\'। এ সিনেমায় ভিলেন চরিত্রে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তকে। তবে এর আগে গুঞ্জন ছিল সিনেমাটিতে খল নায়কের ভূমিকায় দেখা যেতে পারে আফরান নিশোকে।সিনেমার একাধিক সূত্র বলছে, নিশোর বদলে যিশুকে নেওয়া হচ্ছে এতে। তবে বিষয়টি নিয়ে নিশ্চুপ আছে নির্মাতা থেকে শুরু করে প্রযোজনা প্রতিষ্ঠান সবাই।এদিকে আগেই জানা গেছে এ সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। ‘তুফান’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশ-ভারতের তিনটি সংস্থা এসভিএফ, আলফা আই ও চরকি। আসছে কোরবানি ঈদের জন্য নির্মিত হবে সিনেমাটি।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner