বিনোদন ১২ মার্চ ২০২৫

আবারো নতুনের সঙ্গে আসিফ আকবর

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

বিনোদনঃ
বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা গানে আধিপত্য বিস্তার করে গান গেয়ে চলেছেন তিনি। দীর্ঘ এই ক্যারিয়ারে আসিফকে বরারবই দেখা গেছে নতুন শিল্পীদের সাথে জুটিবদ্ধ হয়ে গান করতে। তার সাথে দ্বৈত গান গেয়ে বেশ ক’জন নারী শিল্পী তারকাখ্যাতিও পেয়েছেন।সেই ধারাবাহিকতায় এবার আসিফ আকবর জুটি বাঁধলেন আরেক নতুন গায়িকার সাথে। সংগীতের আকাশে এই তারার নাম জ্যোতি। কুমিল্লার মেয়ে জ্যোতি ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতার একজন বিজয়ী।তাদের নতুন এই দ্বৈত গানের শিরোনাম ‘তুমি শুধু তোমারই মত’। মেহেদী হাসান লিমনের কাব্যমালায় গানটিতে সুর দিয়েছেন নাজির মাহমুদ। আর সংগীতায়োজনে ছিলেন মুশফিক লিটু। ইয়ামিন ইলানের ভিডিও পরিচালনায় জ্যোতির সাথে মডেল হয়েছেন তারেক জামান। আছে আসিফ আকবরের উপস্থিতিও।নতুন এই সংগীতশিল্পী ও গান সম্পর্কে আসিফ আকবর বলেন , ‌‘জ্যোতি আমার কুমিল্লার মেয়ে। ওখান থেকেই জানাশোনা। অসম্ভব মেধাবী সে। একই সাথে নাচ, গান ও অভিনয়ে পারদর্শী। ওর চমৎকার গায়কী আমাকে মুগ্ধ করে। আমার বিশ্বাস ও একদিন বাংলা সংগীতের আকাশে জ্বলজ্বলে তারা হবে।আসিফ আকবরের সাথে গাইতে পেরে উচ্ছ্বসিত জ্যোতি বলেন, ‘নতুন হিসেবে বাংলা গানের যুবরাজের সঙ্গে এতো চমৎকার গান করতে পারা আমার কাছে স্বপ্ন এবং সৌভাগ্যের।যার গান শুনে বেড়ে ওঠা, তার সাথেই গান করা অন্তহীন আনন্দের। তবে এই গানের সাথে সংশ্লিষ্ট সকলেই গুণীজন। আশা করছি গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।রেট্রো মিউজিকের ব্যানারে নির্মিত এই গানটি প্রকাশ পেয়েছে আসিফ আকবরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner