বিনোদন ২৫ নভেম্বর ২০২৩

বিশবারের বেশি প্রেমে পড়েছি, কেউ আটকাতে পারেনি: নুসরাত ফারিয়া

post

বিশবারেরও বেশি প্রেমে পড়লেও কারো প্রেমেই আটকা পড়েনি বলে জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। সম্প্রতি সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।শুধু রূপ আর অভিনয় নয়; নাচ, গান, মডেলিং, উপস্থাপনা সব ক্ষেত্রেই পেয়েছেন সাফল্যের ছোঁয়া। তবে ব্যক্তিজীবনে এখনও মনের মতো মানুষ পাননি ফারিয়া।তাই দীর্ঘ সময় সিঙ্গেল রয়েছেন তিনি।ফারিয়ার ভাষায়: ‘আমি বিশবারেরও বেশি প্রেমে পড়েছি। শৈশব থেকেই প্রেমের প্রস্তাব পেয়েছি। প্রেমও করেছি। কিন্তু কারো প্রেমেই আটকা পড়তে পারিনি।ফারিয়া আরও বলেন, “আমার এখনও মনে আছে, কোনো একজন ভালোবেসে ‘লিভিং অন এ জেট প্লেন’— পুরো গানটি লিখে প্রেমের চিঠি পাঠিয়েছিল আমাকে। ওইটা ছিল আমার প্রথম পাওয়া প্রেমের চিঠি।সিঙ্গেল থাকা প্রসঙ্গে সংবাদমাধ্যমকে ফারিয়া বলেন, ‘আমি দীর্ঘ সময় ধরেই সিঙ্গেল আছি। মনের মানুষ পেলেই এই সিঙ্গেল জীবনের অবসান হবে।জনপ্রিয় এ অভিনেত্রীর জীবনে এখনও মনের মানুষ নেই, এমন খবর শুনে নেটিজেন আর ফারিয়াভক্তরা বেশ খুশি। তবে অনেক নেটিজেনেরই মনে প্রশ্ন: তবে কি বিয়ের জন্য মনের মানুষ খুঁজছেন ফারিয়া?উল্লেখ্য, ক্যারিয়ারের বেশি সময় ওপার বাংলার সিনেমার কাজে ব্যস্ত থাকলেও সর্বশেষ ফারিয়াকে দেখা গেছে শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায়। দেশীয় এ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner