বলিউডের পার্টি থেকে শুরু করে আম্বানিদের অনুষ্ঠান,সর্বত্রই বিচরণ ওরহান আত্রামানি ওরফে ওরি’র।বলিউডের অনেক নামকরা পরিচালক,অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে নিজের বিশেষ স্টাইলে কিংবা কাঁধে হাত রেখে আইকনিক ভঙ্গিতে ছবি তুলতে দেখা যায় তাকে।সালমান খান,রণবীর কাপুর,দীপিকা পাড়ুকোন,করণ জোহর থেকে শুরু করে প্রায় সব তারকাদের সঙ্গেই তাকে ছবি তুলতে দেখা গেছে।তবে সবার সঙ্গে নিজের আইকনিক স্টাইলে ছবি তুললেও বলিউডের ‘ভাইজান’ সালমান খানের সঙ্গে দূরত্ব রেখেই ছবি তুলেছেন ওরি।পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি আপলোড করে লিখেছেন, ‘আপাতত, এখানেই শেষ করলাম।এই ছবিতে কমেন্টে ভরিয়েছেন অনেকে।জাহ্নবী কাপুর থেকে শুরু করে ভূমি পেডনেকর,শুভেচ্ছা জানিয়েছেন তাকে।তবে সবার মনে একটাই প্রশ্ন,কে এই ওরি? তার কাজটা আসলে কী? তিনি কি সিনেমার সঙ্গে কাজ করছেন? তাহলে কেন তার পরিচয় নিয়ে লোকে নানা কথা বলে?বেশিরভাগের বক্তব্য, তিনি নাকি নিজের মতো করে কাজ করেন। অন্যদিকে, পায়ের ওপর পা তুলে ওরি নিজে জানিয়েছেন, আমি একজন লিভার- মানে যে বেঁচে থাকে। বেঁচে থাকতে তো অনেক কিছু করতে হয়।