তবে এমন এক জয়ের পরেও আর্জেন্টিনা সমর্থকদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দলের কোচ লিওনেল স্কালোনির ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলা কথা। আর্জেন্টিনার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন স্কালোনি!বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছে আর্জেন্টিনা। ১৯৫৪ সালের পর বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে হারের স্বাদ দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের আগে গ্যালারিতে ঘটা অনাকাঙ্খিত ঘটনা মাঠের খেলাকেও প্রভাবিত করেছে।তবে এমন এক জয়ের পরেও আর্জেন্টিনা সমর্থকদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দলের কোচ লিওনেল স্কালোনির ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলা কথা। আর্জেন্টিনার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন স্কালোনি!সরাসরি সরে দাঁড়ানোর কথা না বললেও স্কালোনির কথাতেই স্পষ্ট, তিনি আর্জেন্টিনা কোচের পদ ছাড়ার কথা ভাবছেন, 'আমি কী করতে চাই সেটি নিয়ে অনেক ভাবতে হবে। এটি কোনো বিদায়বার্তা নয়, এখন মান অনেক উঁচু এবং সেটি ধরে রাখাও ভীষণ কঠিন। এই দলের এমন একজন কোচ দরকার যে তেজোদ্দীপ্ত এবং ভালো।'স্কালোনি আরও যোগ করেন, 'আমার সবকিছু আবার পেছনে ফিরে দেখতে হবে। এত উঁচু মান ধরে রাখা এবং প্রতিনিয়ত জেতা খুবই কঠিন একটি কাজ।' তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আর্জেন্টিনা ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়া এবং দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন স্কালোনি।ব্রাজিলের বিপক্ষে ম্যাচের পর নিজের কোচিং স্টাফদের সঙ্গে আলাদা করে ছবিও তুলতে দেখা গেছে স্কালোনিকে, যা তিনি সচরাচর করেন না। উল্লেখ্য, ২০১৮ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পর আর্জেন্টিনাকে ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা ও ২০২২ সালের বিশ্বকাপ জিতিয়েছেন স্কালোনি। এই সময়ের মধ্যে মাত্র ছয়টি ম্যাচ হেরেছে আর্জেন্টিনা।