ভাইজান আর কিং খানের যতই গলায় গলায় বন্ধুত্ব হোক না কেন, নিজেদের মধ্যে প্রায়ই ঝামেলায় জড়ায় তোদের ভক্তরা। কে বেশি বড়লোক-- শাহরুখ না সালমান, তা নিয়েও চলে তর্ক। দেখে নিন দুই খানের সম্পত্তির হিসেব নিজের চোখেই।২০১৪ সালে শাহরুখ খানকে বিশ্বের দ্বিতীয় ধনী শিল্পী হিসেবে ঘোষণা করা হয়েছিল। গত কয়েক বছর বক্স অফিসে অবস্থা টালমাটাল হওয়ার পর পাঠান আর জওয়ানের সঙ্গে করে ফেলেছেন দুর্দান্ত প্রত্যাবর্তন। পরপর দুটি সিনেমা ১০০০ কোটির উপর ব্যবসা করে ফেলেছে। বছরে এভাবে দুটো হিট পাওয়া যে কোনও তারকার কেরিয়ারেই বিরল।চলতি বছরে ৬০০০ কোটি টাকার বেশি সম্পদের সঙ্গে ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হয়ে উঠেছেন। Siasat এর তরফে এই তালিকা প্রকাশ করা হয়েছে। যাতে কিং খান ছাড়াও নাম রয়েছে হৃতিক রোশন, অমিতাভ বচ্চন, সালমান খান, অক্ষয় কুমার, আমির খানদের।বাদশার আয় দেওয়া হয়েছে যেখানে ৭৩৫ মিলিয়ান ডলার। ভারতীয় টাকায় সেই অঙ্ক গিয়ে দাঁড়ায় ৬ হাজার কোটিরও বেশি (৬১২৩৯৪২৮২৫০.০০ টাকা)। এরপরই নাম হৃতিক রোশনের, ৪১০ মিলিয়ান ডলার, সাড়ে তিন হাজার কোটির কাছাকাছি। এরপর নাম আসে অমিতাভর, ৩৭৫ মিলিয়ান ডলার। অর্থাৎ ৩১২ কোটি।সালমান খান রয়েছেন চার নম্বরে। সম্পত্তির পরিমাণ ৩৫৫ মিলিয়ন ডলার। অর্থাৎ ভাইজান ৩০০০ কোটির থেকে সামান্য পিছিয়েই আছেন সম্পত্তির হিসেবে। আপাতত সিনেমা হলে রাজত্ব করছে সালমান খানের টাইগার ৩। ৯ দিনে সিনেমা ব্যবসা করেছে ৩০ কোটির কাছাকাছি। যদিও বিশ্বকাপের জন্য ব্যবসা অনেকখানিই মার খেয়েছে সালমান খানের সিনেমার। আশা রাখা যাচ্ছে, সোমবার থেকে হাল ফিরবে। বড়দিন আর নিউ ইয়ারের আগে শাহরুখ খান আসছেন তাঁর নতুন ধামাকা নিয়ে। মুক্তি পাবে ‘ডাঙ্কি’। যাতে কিং খানের বিপরীতে রয়েছেন তাপসী পান্নু। ছবিতে রয়েছেন বোমন ইরানি আর ভিকি কৌশলও। খুব জলদি শাহরুখ আর সালমান খানকে একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে বলেই খবর। যশরাজের স্পাই ইউনিভার্সের তরফে আনা হচ্ছে ‘টাইগার ভার্সেস পাঠান’। ১৯৯৫ সালে করণ অর্জুন ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন বলিউডের দুই খান। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি শুরু হয়ে গিয়েছে প্রি প্রোডাকশনের কাজ। লোকেশনের খোঁজেও রয়েছে টিম। ২০২৪ শুরু হতে পারে শ্যুটিংও। সূত্র: হিন্দুস্তান টাইমস