অভিনেত্রী হুমায়রা হিমুর আত্মহত্যার ঘটনার পর আলোচনায় আসে ‘বিগো লাইভ প্ল্যাটফরম’। সম্প্রতি গুজব ছড়ায় এই প্ল্যাটফরমের সঙ্গে যুক্ত প্রিয়দর্শনীখ্যাত নায়িকা মৌসুমী। এখানে লাইভ করে নাকি মোটা অঙ্কের টাকাও আয় করছেন তিনি। গত দুইদিন ধরে বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। মৌসুমীকে নিয়ে এমন গুজবে প্রচণ্ড ক্ষুব্ধ তার স্বামী ও নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। তিনি ফেসবুকে এক পোস্টে লেখেন, কবে বিগো লাইভ করেছে মৌসুমী? প্রমাণ দিতে হবে! তার কোনো দিন বিগো আইডি ছিল না। খোঁজ নিয়ে জানা যায়, মৌসুমী কোনো বিগো লাইভেই অংশ নেননি। যে দুই/একটি ছবি কিংবা ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়েছে সেগুলো পুরোপুরি ভুয়া। গতকাল বিষয়টি নিয়ে মানবজমিনকে ওমর সানী বলেন, এটা কীভাবে ও কারা ছড়ালো তা আমার জানা নেই। এই দেশে আসলে গুজব ছড়াতে সময় লাগে না।কেন ছড়ায় সেটাও বোধগম্য নয়। এই প্রশ্নের আসলে কোনো উত্তর নেই। তবে আমি বলবো, এ ধরনের গুজবে কেউ কান দেবেন না। এদিকে বিষয়টি নিয়ে গতকাল আরেক অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকও একটি ফেসবুকে পোস্ট দিয়েছেন। সেখানে তিনি বলেন, বাংলাদেশের কিছু কিছু ইউটিউবার-ব্লগারদের বলছি। আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে করে মানুষের সম্পর্কের টানাপড়েন ঘটে। ক’দিন আগে আমি টিভি লাইভে প্রয়াত অভিনেত্রী হুমায়রা হিমুর স্মরণে কথা বলার সময় তার কথামতে আমার শ্রদ্ধেয় বড় ভাই চিত্রনায়ক ওমর সানি আর বোন মৌসুমী আপু সম্পর্কে বলেছি যে, বিগো লাইভ করে তারা। কিন্তুু জানতে পারলাম কথাটি সত্য নয়, সম্পূর্ণ মিথ্যা। বাস্তবে তাদের বিগো লাইভের সঙ্গে সম্পর্ক নেই। এটা নিয়ে ব্লগ করার কিছু নেই। অবাক হয়ে যাই কিছু টাকার জন্য কিছু কিছু ব্লগার এটা করেন। ধিক্কার জানাই এবং দুঃখ প্রকাশ করছি বিষয়টি নিয়ে।