সিলেট ১৯ নভেম্বর ২০২৩

সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ফরম জমা দিয়েছেন মোমেন

post

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন আগামী নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করে আজ বিকেলে রাজধানীর  ২৩ নম্বর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে জমা দিয়েছেন ।তিনি মনোনয়নপত্র জমা দান শেষে সাংবাদিকদের বলেন, “আমরা শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি বলেন, আওয়ামী লীগ একটি নির্বাচনমুখী দল এবং গণতন্ত্রে বিশ্বাসী। তিনি  বলেন, “আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছি, এবার আবারও নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসব ইনশাআল্লাহ।”  মন্ত্রী বলেন, জনগণ আওয়ামী লীগের পাশে আছে।সিলেট-১ আসনের বর্তমান সংসদ সদস্য আবদুল  মোমেন বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর  শহর থেকে গ্রাম সর্বত্রই নির্বাচনী উৎসবের আমেজ দেখা যাচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র  ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে দারিদ্রমুক্ত করার রোডম্যাপ বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে যাচ্ছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner