আনসার আহমেদ উল্লাহ : গত ১৬ জুলাই সিলেটের বিশ্বনাথে এক বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচী ২০২৫ইং অংশ হিসেবে, মিয়ার বাজার ফাজিল মাদ্রাসা, চাঁন্দভরাং উচ্চ বিদ্যালয় ও কলেজ সহ আর ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়েছে।
উপস্থিত ছিলেন মিয়ার বাজার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুক্তাদির খান, ইউনাইটেড নেশনস এসোসিয়েশন ইস্টবোর্ন, ইউ কে এর বাংলাদেশ এর ম্যানেজার দিলোয়ার হোসেন ,মিয়ার বাজার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রুনু, মিয়ার বাজার ক্রীড়া সংস্থার উপদেষ্টা মিয়ার বাজার ক্রীড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মজ্জমিল আলী, মিয়ার বাজার ক্রীড়া সংস্থার উপদেষ্টা সিহাব আহমদ, মিয়ার বাজার ক্রীড়া সংস্থার উপদেষ্টা হাজি সুজা উদ্দিন দলু মিয়, মিয়ার বাজার ক্রীড়া সংস্থার উপদেষ্টা শামছুল ইসলাম সমুজ, মিয়ার বাজার ক্রীড়া সংস্থার সাংগঠনিক সম্পাদক উসমান আহমেদ, কোষাধ্যক্ষ আলী আহমদ, কার্য়নিরবাহী সদস্য ফয়জুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক তুহিন সিকদার, প্রচার সম্পাদক জাহির, ধর্ম বিষয়ক সম্পাদক লোকমান, সদস্য আফরাজ মিয়া, জাহান , জাহাঙ্গীর আলম, আব্দুল মাতিন,সহ অনেক ।
উদ্বোধনী অনুষ্টানে অতিথিরা বলেন, প্রতিটি গাছ পৃথিবীর একটি নিঃশব্দ প্রহরী। একটি বৃক্ষ যেন দাঁড়িয়ে থাকা এক সবুজ কবিতা, যার প্রতিটি পাতা প্রকৃতির ছন্দ ও সৌন্দর্য বহন করে। এর নীরব ভাষায় জীবনের গভীরতম সত্যগুলো উপলব্ধি করা যায়। আসুন গাছ লাগাই পরিবেশ বাচাই।
সিলেটের বিশ্বনাথে বৃক্ষরোপণ কর্মসূচী পালন হয় ইউনাইটেড নেশনস এসোসিয়েশন ইস্টবোর্ন, ইউ কে এর সৌজন্যে এবং সার্বিক সহযোগিতা করে মিয়ার বাজার ক্রীড়া সংস্থা দশঘর, বিশ্বনাথ, সিলেট।