সিলেট ২৯ জুলাই ২০২৫

বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মোজাহিদ আলীর মৃত্যুতে প্রবাসী বিএনপি নেতৃবৃন্দের শোক প্রকাশ

post

সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপদেষ্টা, বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজের প্রতিষ্ঠাতা, বিশ্বনাথ পৌরসভার জানাইয়া গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ মো. মোজাহিদ আলী আ'র নে'ই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। আজ রবিবার (২৭ জুলাই) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে যুক্তরাজ্যের একটি হা'স'পা:তা:লে চিকিৎসাধীন অবস্থায় তিনি শে'ষ নিঃ'শ্বাস ত্যা'গ করেন।

মৃ*ত্যু*কালে মো. মোজাহিদ আলীর বয়স ছিল ৮২ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও ছয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

বিশ্বনাথের বর্ষিয়ান রাজনীতিবিদ ও শিক্ষা অনুরাগী মো. মোজাহিদ আলীর মৃ*ত্যু*তে প্রবাসী বিএনপি নেতৃবৃন্দ গভীর শো*ক প্রকাশ করছে।

শোকজ্ঞাপনকারী .বিএনপির চেয়াপারর্সনেের উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৌদিআরব বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিব বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ডক্টর শাকিরুল ইসলাম খান শাকিল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য যুক্তরাষ্ট্র  বিএনপির  সাবেক  সাধারণ  সম্পাদক  জিল্লুর রহমান কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক উপদেষ্টা ইলিয়াস আলীর ছোট ভাই আছকির আলী ও সাবেক  সেচ্ছাসেবক দলের উপদেষ্টা   শহীদুজ্জামান কাকন  মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী আয়ারল্যান্ড  বিএনপির সভাপতি হামিদুল নাসির জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিয়া ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সৈয়দ সাইফুর রহমান বেলজিয়াম বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল হাসনাত সামছুল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃআলম হোসেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু ফিনল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক জামান সরকার মনির  কুয়েত বিএনপির সদস্য সচিব শওকত আলী.কানাডা বিএনপির সহসভাপতি আনসার উদ্দিন  জার্মান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক খান ফ্রান্স বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক  রেজাউল করিম 

 কানাডা বিএনপি নেতা খালেদ আহমেদ মিশিগান বিএনপি নেতা রাব্বি আহমেদ রবিন ফ্রান্স বিএনপি নেতা সামসুদ্দিন যুক্তরাজ্য  বিএনপি নেতা আমিনুল ইসলাম জুনায়েদ. সাইফুল আলম

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন পরিবারের মতো প্রবাসী  বিএনপির নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত প্রাণ ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের অগ্রসৈনিক রাজনৈতিক জীবনে মোজাহিদ আলী ছিলেন বিএনপির   এক অতন্দ্র প্রহরী। বহু আন্দোলন সংগ্রামের অকুতোভয় এক জিয়ার সৈনিক।

শোকবার্তায় প্রবাসী  বিএনপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুম মোজাহিদ আলীর মৃত্যুতে প্রবাসী বিএনপি পরিবার একজন অকুতোভয় জাতীয়তাবাদী নেতাকে হারালো। আগামী দিনের  সংগ্রামে জিয়া পরিবার তাকে মিস করবে।মোজাহিদ আলী বেচে থাকবেন আমাদের আন্দোলন সংগ্রামে চির সঙ্গী হয়ে।তার মৃত্যুতে দেশবাসী একজন সাহসী নেতাকে হারালো। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাতেগড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দর্শন, নীতি ও আদর্শকে প্রতিষ্ঠা এবং বিশ্বনাথ  বিএনপিকে একটি শক্তিশালী সংগঠনে পরিনত করতে মরহুম মোজাহিদ আলী যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

 প্রেস বিজ্ঞপ্তি 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner