সিলেট ১৪ আগস্ট ২০২৫

সিলেটে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী ফ্রি চক্ষুসেবা কার্যক্রম শুরু

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

সিলেট: সিলেটে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী ফ্রি চক্ষুসেবা কার্যক্রম শুরু হয়েছে। ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় আয়োজিত বিনামূল্যে চক্ষুসেবা কার্যক্রমের সূচনা উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে জকিগঞ্জ উপজেলার মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয় মাঠে এক সভার আয়োজন করা হয়।প্রধান অতিথি হিসেবে মাসব্যাপী চক্ষুসেবা কার্যক্রমের উদ্বোধন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।জকিগঞ্জ ও কানাইঘাট এলাকার মানুষের জন্য আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে দেড় হাজার রোগী বিনামূল্যে চক্ষুসেবা গ্রহণ করেন। ১২টি বুথে ড্যাবের একদল চিকিৎসক, নার্স সেবা প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন ফাহিম আল চৌধুরী ট্রাস্ট-এর চেয়ারম্যান শিক্ষানুরাগী ও সমাজসেবী ফাহিম আল চৌধুরী।ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর এনামুল হক ও খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, ড্যাব মহাসচিব ডাক্তার জহিরুল ইসলাম শাকিল, আরব আমিরাত বিএনপির সভাপতি জাকির হোসেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট জেলা, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বিনামূল্যে এই চক্ষুসেবা আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রথম ধাপে সেবা প্রদানের পর পরবর্তীতে আবার রোগীদের ফলোআপ গ্রহণ করা হবে। আগামী শনিবার উপজেলার বাবুবাজারের জোবেদ আলী উচ্চ বিদ্যালয়, বুধবার বীরদল উচ্চ বিদ্যালয়, ২৩ আগস্ট হাফিজ মজুমদার বিদ্যা নিকেতন, ৩০ আগস্ট কানাইঘাটের শাহজালাল ছাত্তারিয়া মাদ্রাসা, ৬ সেপ্টেম্বর মুলাগুল উচ্চ বিদ্যালয়, ৮ সেপ্টেম্বর চতুল হারাতৈল মহিলা মাদ্রাসা ও ১৩ সেপ্টেম্বর জকি গঞ্জের ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ে ফ্রি চক্ষুসেবা দেওয়া হবে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner