টিভি নাইনটিন লন্ডন ডেস্ক : লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ উপলক্ষে তারেক আকরাম শাহনাজ প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ জানুয়ারি শুক্রবার পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ হলে আয়োজিত এ সভায় নির্বাচনে অংশগ্রহণকারী ১৫ জন প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন ক্লাবের বর্তমান সভাপতি মোহাম্মদ জুবায়ের।এ সময় লন্ডন বাংলা প্রেসক্লাবের বর্তমান ও সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিপুল পরিমাণ ক্লাবের সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।
পরিচিতি সভায় প্রার্থীরা নিজ নিজ দক্ষতা, অভিজ্ঞতা ও যোগ্যতার কথা তুলে ধরেন এবং ভোটার সদস্যদের কাছে নিজের ও প্যানেলের পক্ষে সমর্থন দুয়া ও ভোট প্রার্থনা করেন।
নির্বাচনে জয়ী হলে তারেক আকরাম শাহনাজ প্যানেল আগামী দুই বছরের মধ্যে ১২টি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেন ।
অনুষ্ঠানে সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আকরাম হোসাইন প্যানেলের নির্বাচনী ইশতেহার তুলে ধরে বলেন, নির্বাচিত হলে বিলেতে বাংলা মিডিয়ার অবদান নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ, মিডিয়া ফ্যামিলি ইভেন্ট ও মিলন মেলার আয়োজন, এলবিপিসি মিডিয়া অ্যাওয়ার্ড অব্যাহত রাখা, নিয়মিত ইনডোর গেমস ও সদস্য সন্ধ্যার আয়োজন করা হবে।
এছাড়াও ক্লাবের সামগ্রিক ও আর্থিক ব্যবস্থাপনা আধুনিক ও কার্যকর করা, নারী ও নবীন সদস্যদের অংশগ্রহণ বাড়াতে বিশেষ উদ্যোগ গ্রহণ, ক্লাবের ওয়েবসাইট আধুনিকীকরণ এবং সংবাদ সম্মেলন ও গুরুত্বপূর্ণ কার্যক্রম দ্রুত প্রচারের লক্ষ্যে ‘এলবিপিসি নিউজ’ চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়।
তিনি আরও বলেন, সদস্যদের সাংবাদিকতার মানোন্নয়নে ব্রিটেনের বিভিন্ন শহরে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি আকর্ষণীয় স্থানে ক্লাবের সামার ট্রিপ আয়োজন, মিডিয়া কাপ ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট পুনরায় চালু, জাতীয় দিবস ও ক্লাবের অনুষ্ঠানে মানসম্মত আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা ও যথাযথ আপ্যায়ন নিশ্চিত করা এবং বাংলা পাড়ায় বর্ধিত পরিসরে ক্লাবের নিজস্ব অফিস ক্রয়ের চেষ্টা করা হবে।
আলোচনার এক পর্যায়ে ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ তার মেয়াদে অর্জিত উল্লেখযোগ্য ১৬টি সাফল্যের কথা তুলে ধরেন।
অনুষ্ঠান চলাকালে উপস্থিত সবাইকে চমকে দিয়ে প্রতিদ্বন্দ্বী সায়েম সালেহ হান্নান প্যানেলের সদস্যরা তারেক আকরাম শাহনাজ প্যানেলের প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান, যা সভায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করে।
তারেক আকরাম শাহনাজ প্যানেলের প্রাথীরা হলেন : সভাপতি : ব্যারিস্টার তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক: মোহাম্মদ আকরাম হোসাইন ,কোষাধ্যক্ষ : শাহনাজ সুলতানা , সিনিয়র সহ সভাপতি : তাইসির মাহমুদ ,সহসভাপতি : রেজাউল করিম মৃধা , সহ সাধারণ সম্পাদক : জাকির হোসাইন , সহকারী কোষাধ্যক্ষ : ইব্রাহিম খলিল ,অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি : আলাউর শাহীন, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি : ফয়সাল মাহমুদ ,ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি : রুপি আমিন এক্সিকিউটিভ মেম্বার : (১)সাহিদুর রহমান সোহেল, (২) সাজু আহমেদ (৩) এনামুল হক চৌধুরী (৪) হাসনাত চৌধুরী (৫) মোহাম্মদ আবু তালেব
অনুষ্ঠানে লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক দুইজন সভাপতি, নতুন ও পুরাতন সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন এবং নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীর প্রতি শুভকামনা জানান।
প্রসঙ্গত ,আগামী ২৫ জানুয়ারি ২০২৬ পূর্ব লন্ডনের ইমপ্রেশন ইভেন্ট ভেন্যুতে দুপুর ২টা থেকে বিরতিহীন ভাবে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে ।








