কমিউনিটি ১০ আগস্ট ২০২৫

প্রবাসী বাংলাদেশীদের হাত ধরে সিলেটে নির্মিত হচ্ছে বিশ্বমানের "এনআরবি হাসপাতালের" দ্বিতীয় ধাপের তহবিল সংগ্রহ অনুষ্ঠান ২৮ সেপ্টেম্বর

post

*লন্ডন, ৮ আগস্ট ২০২৫:*

প্রবাসী বাংলাদেশীদের অলাভজনক উদ্যোগ NRB Hospital ঘোষণা করেছে তাদের বহুল প্রতীক্ষিত Phase Two Fundraising Event নামক ফান্ডরাউজিং ডিনার, অনুষ্ঠিত হবে রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৭টা, রমফোর্ডের *দ্যা সিটি প্যাভেলিয়ান ভেনুতে*।

প্রবাসী বাংলাদেশীদের হাত ধরে এই ঐতিহাসিক সন্ধ্যা হবে একটি নতুন দিগন্তের সূচনা যা প্রবাসীদের অর্থায়নে সিলেটে গড়ে উঠবে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের হাসপাতাল, যেখান থেকে প্রান্তিক ও গ্রামীণ জনগণের মৌলিক অধিকার চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

NRB Hospital এর চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান বলেন:

"_আমরা কেবল একটি হাসপাতাল গড়ছি না, আমরা গড়ছি একটি ভবিষ্যৎ এবং একটি স্বপ্ন। এই হাসপাতাল হবে _স্বাস্থ্য আশা ও মানবতার ভিত্তি_।"

এই প্রকল্পটি প্রমাণ দিচ্ছে, কীভাবে প্রবাসী বাংলাদেশীরা বিশ্বব্যাপী তাদের প্রতিভা ও কষ্টে অর্জিত অর্থকে কাজে লাগিয়ে বাংলাদেশের জন্য একটি টেকসই হাসপাতালের ভিত্তি গড়ে তুলতে পারেন।

এই মহতী উদ্যোগে যারা অংশগ্রহণ করবেন:

এই মহতী অনুষ্ঠানে অংশ নেবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণীজন, চিকিৎসক থেকে শুরু করে আইনজীবী, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও রাজনীতিবিদসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্মানিত প্রবাসী বাংলাদেশীরা। তাঁরা শুধু আর্থিকভাবে সাহায্যই নয়, বরং পেশাগত পরামর্শ, নেটওয়ার্কিং ও নেতৃত্ব দিয়ে এই উদ্যোগকে এগিয়ে নিচ্ছেন, এগিয়ে নিবেন এবং সফল করবেন, ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন অনেক প্রবাসী বাংলাদেশীরা এই মহতী উদ্যোগে দান করে হাসপাতালের মাটি ভরাটের কাজ সম্পন্ন করেছেন।

দান ও দাতা সদস্য:

ইভেন্টে অংশগ্রহণকারীরা ‘Founder Member’ (£১,০০০) থেকে শুরু করে ‘Patron’ (£৫০,০০০) পর্যন্ত বিভিন্ন স্তরে অংশ নিতে পারবেন। রয়েছে এককালীন বা ১–৫ বছর মেয়াদে কিস্তিতে দানের সুযোগ। প্রতিটি স্তরের সঙ্গে থাকছে আজীবন স্বাস্থ্যসেবা, সম্মাননা ও পরিবারের জন্য বিশেষ সুবিধা ব্যবস্থা।

হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনা:

হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে রয়েছে; 

★২৫০টি ইনপেশেন্ট বেড।
★৫০টি আইসিইউ বেড।
★১২টি অপারেশন থিয়েটার।
★আধুনিক টেলিমেডিসিন ও ডায়াগনস্টিক সুবিধা।
★একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট।

প্রথম ধাপের তহবিল সংগ্রহে উমরপুর ও আশারকান্দি ইউনিয়নের প্রবাসীরা মিলে ১৫০+ সম্মানিত দাতা সদস্য £২.৫ মিলিয়ন পাউন্ডের প্রতিশ্রুতি দিয়েছেন। ইতিমধ্যে সিলেটে পাঁচ একর জমি অধিগ্রহণ করে শুরু হয়েছে আর্কিটেকচারাল ও ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা।

সংবাদ মাধ্যম, সম্মানিত অতিথি ও কমিউনিটির প্রতি আহ্বান:

আপনি বা আপনার পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে এই ইতিহাস গড়ার অংশ হোন। আপনার মাধ্যমে আরও অনেকে এই মহতী প্রচেষ্টায় অংশ নিতে পারেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner