ফ্লু ভ্যাকসিন আপনাকে ফ্লু থেকে রক্ষা করতে সাহায্য করে।
আপনি যদি যোগ্য হয়ে থাকেন এবং এখনও ভ্যাকসিন না নিয়ে থাকেন, তবে ৩১ মার্চ পর্যন্ত এটি নিতে পারবেন।
কোথায় পাবেন? আপনি টাওয়ার হ্যামলেটস বারার স্থানীয় ফার্মেসিতে যেতে পারেন, আপনার জিপির সাথে যোগাযোগ করতে পারেন বা কোনো ভ্যাকসিন ইভেন্টে অংশ নিতে পারেন।
ফ্লু একটি গুরুতর বা জীবনঘাতী রোগ হতে পারে, এবং এই শীতে ইংল্যান্ড জুড়ে হাজার হাজার মানুষ ফ্লুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.towerhamlets.gov.uk/lgnl/advice_and_benefits/Keep_well_in_winter.aspx