ক্যানেরি ওয়ার্ফ গ্রুপ এর উদ্যোগে আগামী ১৮ - ২০ ফেব্রুয়ারি ক্যানেরি ওয়ার্ফের জুবিলি প্লেস এ আয়োজন করছে টেক টেকব্যাক ২০২৫ পপ-আপ ইভেন্ট।
এই ইভেন্টে আপনার পুরনো ডিভাইস থেকে নিরাপদভাবে ডাটা মুছে ফেলা হবে এবং এগুলো টাওয়ার হ্যামলেটসের স্থানীয় কমিউনিটির কাছে পৌঁছে দেওয়া হবে। এর ফলে ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়বে এবং ই—ওয়েস্ট অর্থাৎ ইলেক্ট্রনিক আবর্জনার পরিমাণ কমবে।
গত বছর, একই ধরনের ইভেন্টের মাধ্যমে ক্যানেরি ওয়ার্ফ গ্রুপ ৬,১০০টিরও বেশি ডিভাইস সংগ্রহ করেছিল, যার মধ্যে ৩০০টিরও বেশি ডিজিটাল অন্তর্ভুক্তি কার্যক্রমে সহায়তা করেছে।