টাওয়ার হ্যামলেটস বারার সেন্ট জর্জেস লেইজার সেন্টারটি সংস্কারের মাধ্যমে নতুন করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে কাউন্সিল। এতে শারিরীক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্যে আধুনিক এবং উন্নতি প্রযুক্তির যন্ত্রপাতি স্থাপনের পাশাপাশি কাউন্সিলের নিজস্ব ২৯টি বাড়িও নির্মাণ করা হবে। একই সঙ্গে আশপাশের সৌন্দর্য বৃদ্ধিতে নেওয়া হবে বিশেষ উদ্যোগ। এই পুননির্মাণ কাজে মূল ঠিকাদার নিয়োগের জন্যে ২০২৫ সালের বসন্তে দরপত্র আহ্বান করা হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য লন্ডন টেন্ডার পোর্টালে পাওয়া যবে। https://procontract.due-north.com/Advert?advertId=ff185aee-bc1a-f011-8136-005056b64545&p=2241eb95-058a-e511-80f7-000c29c9ba21সেন্ট জর্জেস লেইজার সেন্টারের পুননির্মানে সহযোগিতার জন্যে স্থানীয় ঠিকাদারদের সহযোগিতা কামনা করেছে কাউন্সিল। এ লক্ষ্যে স্থানীয় ক্ষুদ্র এবং মাঝারি আকারের ব্যবসা প্রতিষ্ঠানের সংগঠন স্মল এন্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজেস সংক্ষেপে এসএমই-এর সদস্য আগ্রহী ঠিকাদার এবং সরবরাহকারীদের সাথে আগামী ২৮ মে, সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টাউন হলে এক এনগেইজমেন্ট ইভেন্ট অনুষ্ঠানের আয়োজন করেছে কাউন্সিল।
৬০ মিলিয়ন পাউন্ডের লেইজার এবং হাউজিং প্রকল্প বাস্তবায়নে স্থানীয় ঠিকাদারদের জন্য বিশেষ এনগেইজমেন্ট ইভেন্ট ২৮ মে

এ বিষয়ে কাউন্সিলের জবস, এন্টারপ্রাইজ, স্কীলস এন্ড গ্রোথ-এর কেবিনেট মেম্বার কাউন্সিলর মোস্তাক আহমদ বলেছেন “আমরা নিশ্চিত করতে চাই যে সেন্ট জর্জেস লেইজার সেন্টারের পুননির্মান কাজে সহায়তাকারী যে কোনো ঠিকাদার যাতে স্থানীয় এসএমই সরবরাহকারীদের সাথে মিলে কাজ করতে দৃঢ় মনোভাব পোষণ করেন বা আগ্রহী হন। যাতে করে এই প্রকল্পে বিনিয়োগের সম্ভাব্য অর্থনৈতিক ও সামাজিক সুবিধা টাওয়ার হ্যামলেটসের কমিউনিটির মানুষ উপভোগ করতে পারেন।
“ আগামী ২৮মে এনগেইজমেন্ট ইভেন্টের মাধ্যমে স্থানীয় এসএমই-এর সদস্যরা প্রকল্পের কর্মকর্তাদের সাথে স্বাক্ষাত করার এবং প্রকল্পের মূল কাজ বা উদ্দেশ্য সম্পর্কে জানার বিশেষ সুযোগ পাবেন।”
আগামী ২৮ মের এঙ্গেজমেন্ট ইভেন্টে উপস্থিত হতে আগ্রহীদের https://www.eventbrite.com/e/st-georges-leisure-centre-sme-supplier-engagement-day-tickets-1338545819579?aff=oddtdtcreator এই লিঙ্কে গিয়ে নাম তালিকাভুক্ত করার আহ্বান জানানো হয়েছে।
টাওয়ার হ্যামলেটসে ১৮ হাজার ব্যবসা প্রতিষ্ঠান স্থানীয় অর্থনীতিতে অবদান রাখছে। এর মধ্যে বেশির ভাগই ক্ষুদ্র এবং মাঝারি আকারের। কাউন্সিলের বিজনেস গ্রোথ টিম স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য এবং প্রবৃদ্ধি বৃদ্ধিতে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। এখানে ব্যক্তিগত এবং অনলাইনে তহবিল, পরামর্শদান, দক্ষ পেশাদার, নেটওয়ার্কিং এবং ব্যক্তিগত ব্যবসায়িক সহায়তা প্রদান করা হয় নিয়মিত।
স্থানীয় ব্যবসায়ীরা সর্বশেষ তথ্যের জন্যে কাউন্সিলের দ্যা উইকলি বিজনেস নিউজলেটার পেতে https://www.towerhamlets.gov.uk/lgnl/business/business_support_and_advice/business_support_and_advice.aspx এই লিঙ্কে গিয়ে সাবসক্রাইব করতে পারেন এবং ব্যবসা সংক্রান্ত যে কোনো সমর্থন পেতে চাইলে https://www.towerhamlets.gov.uk/lgnl/business/business_support_and_advice/Projects-and-opportunities.aspx এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন।