বাংলাদেশ ০৭ জানুয়ারী ২০২৬

তারেক রহমানের নিরাপত্তা টিমে ৩ সাবেক সেনা কর্মকর্তাকে নিয়োগ

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা টিমে তিন ক্যাটাগরিতে নতুন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। তার নিরাপত্তা, প্রটোকল ও সমন্বয়ের জন্য তিন সাবেক সেনা কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।তারেক রহমানের নিরাপত্তা টিমের নিরাপত্তা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর (অব.) মোহাম্মদ শাফাওয়াত উল্লাহ এবং প্রটোকল পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর (অব.) মইনুল হোসেন। এ ছাড়া টিমের সমন্বয় পরিচালক করা হয়েছে ক্যাপ্টেন (অব.) মো. গণী উল আজমকে।মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা টিমে নিরাপত্তা পরিচালক (নিরাপত্তা) মেজর (অব.) মোহাম্মদ শাফাওয়াত উল্লাহ, প্রটোকল পরিচালক মেজর (অব.) মইনুল হোসেন এবং সমমন্বয় পরিচালক ক্যাপ্টেন (অব.) মো. গণী উল আজমকে নিযুক্ত করা হয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner