নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংষ্কার, নির্বাচনসহ নানা বিষয়ে আগামী শনিবার (১৯ অক্টোবর) থেকে আবারও সংলাপে বসছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এবারের সংলাপে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে সে বিষয়ে কিছু জানা যায়নি। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, গণফোরাম, জাতীয়তাবাদী সমমনা জোট, বিজেপি, ১২ দলীয় জোট, এলডিপিসহ কয়েকটি রাজনৈতিক দলকে সংলাপে ডাকা হয়েছে। জাতীয় পার্টিকে (জাপা) সংলাপে ডাকা হবে কিনা এমন প্রশ্নে আবুল কালাম বলেন, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এটি চলমান প্রক্রিয়া, পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে সরকার পতনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পট পরিবর্বতনের পরপরই ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছিল অন্তর্বর্তী সরকার। কিছুদিন বিরতি দিয়ে আবারও গত ৫ অক্টোবর রাজনৈতিক দলগুলোর সঙ্গে গত সংলাপে বসেন ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা।গত ৫ অক্টোবরের সংলাপের বিষয়ে তখন প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ দেশের আইন ও শৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত ছয়টি কমিশনের কাজ নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে।বৈঠকে রাজনৈতিক দলগুলো সংস্কারের বিষয়ে তাদের সুনির্দিষ্ট মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।