বাংলাদেশ ০২ মার্চ ২০২৪

দেশে ভোটার ১২ কোটি সাড়ে ১৮ লাখ

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ দেশে ভোটার তালিকা হালনাগাদ নতুন তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাতে দেখা যায়, দেশে বর্তমানে ভোটার রয়েছেন ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। তাদের মধ্যে পুরুষ ছয় কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ ও নারী পাঁচ কোটি ৯৭ লাখ চার হাজার ৬৪১ জন। এ ছাড়া হিজড়া ভোটার রয়েছেন ৯৩২ জন।রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি শনিবার (২ মার্চ)  ভোটারদের হালনাগাদকৃত এ তথ্য প্রকাশ করেছে। ইসি জানায়, দেশে ২০২৩ সালের ২ মার্চ ভোটার ছিলেন ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। ওই বছরের ১৪ সেপ্টেম্বরে ভোটারের সংখ্যা দাঁড়ায় ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জনে।ইসি আরও জানায়, ২০২৩ সালে হালনাগাদের পর ২১ লাখ ৬০ হাজার ৮৭১ জন নতুন ভোটার যুক্ত হন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner