নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
খুলনা: চারিদিকে হাড় কাঁপানো শীত। সাথে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দেশের বিভিন্ন অঞ্চল।শিল্পনগরী খুলনাতেও এখন শীতের প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে । দিনে রাতে তাপমাত্রা ক্রমাগত কমে যাওয়ায় চারিদিকে মানুষের দুর্ভোগ বেড়েছে। টিন ও বাঁশের তৈরী ঘরের চারপাশ থেকে হুঁ-হুঁ করে ঢুকছে বাতাস। এমত অবস্থায় মাটিতে খড় আর ছেঁড়া কাপড় বিছিয়ে দিনযাপন করছে হতদরিদ্র পরিবার ৷ কাঁপছে শিশুদের শরীর। অসুস্থ হচ্ছে বয়স্ক মানুষ।এদের অনেকের গরম কাপড় নেই, নেই প্রকৃত শীত বস্ত্র।জাতীয় জীবনে হতদরিদ্র মানুষের এই চরম ও পরম দুর্দিনে প্রতিবছরের মতো এবারও "প্রতিশ্রুতি " চ্যারিটি সংগঠনের পক্ষ থেকে খুলনার বিভিন্ন অঞ্চলে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এ কার্যক্রমে পাশে থাকার জন্য ট্রাস্টের সব সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ জানান যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ও "প্রতিশ্রুতি " র সহ সভাপতি শেখ মহিতুর রহমান বাবলু । এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন সংগঠপনের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাবসায়ী ও সংগঠক আবু সুফিয়ান ঝিলাম,হিসাবরক্ষক শেখ সালাহউদ্দিন প্রমুখ।শেখ মহিতুর রহমান বাবলু বলেন,সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য শীত শুধু একটি ঋতু নয়,ক্ষেত্রবিশেষে বেঁচে থাকার লড়াই।বিশেষ করে দরিদ্র শিশু, বৃদ্ধ ও গৃহহীন মানুষেরা প্রতিদিন ঠাণ্ডার সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকে। তিনি আরো বলেন "প্রতিশ্রুতি " র ক্ষুদ্র এই প্রচেষ্টা শীতার্ত সব দুস্থ মানুষের শীত নিবারণের জন্য যথেষ্ট নয়।কিন্তু এই উদ্যেগের ফলে কিছু মানুষের ঠোটে তৃপ্তির হাসি আর দু’চোখে বাঁচার আকাঙ্ক্ষাই আমাদের বড় পাওয়া।সবশেষে যে যার সামর্থ্য অনুযায়ী অসহায় দুস্থ মানুষগুলোর বাঁচার আকাঙ্ক্ষা খুঁজে পেতে দেশ বিদেশের দায়িত্বশীল সামর্থবান সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান এই বর্ষীয়ান সাংবাদিক।
প্রতিশ্রুতির পক্ষ থেকে খুলনার বিভিন্ন অঞ্চলে শীত বস্ত্র বিতরণ








