নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
যুক্তরাষ্ট্র: বাফেলো,যুক্তরাষ্ট্র থেকে মুনসী মোঃ সাজেদুর রহমান টেনটু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন কামনায় গত ২৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়েস্টার্ন নিউ ইয়র্ক বিএনপির উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাত ৯টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন নিউ ইয়র্ক বিএনপির প্রধান উপদেষ্টা ও যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম নীতিনির্ধারক শেখ জামান। দোয়া মাহফিল পরিচালনা করেন বাফেলোর বায়তুল মামুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা অলি উল্লাহ।
উপস্থিত নেতৃবৃন্দ
দোয়া মাহফিলে ওয়েস্টার্ন নিউ ইয়র্ক বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। উপস্থিত ছিলেন:
• আহ্বায়ক: শাহীনুর ইসলাম
• সদস্য সচিব: মো. আবদুর রহিম
• সিনিয়র যুগ্ম আহ্বায়ক: নাজমুন আলম
• যুগ্ম আহ্বায়কবৃন্দ: মোস্তফা জাবেদ, তরিকুল ইসলাম প্রিন্স, একেএম হানিফ, মুন্সী সাজেদুর রহমান টেনটু , জাকারিয়া ও সালমান হোসেন।
• সদস্যবৃন্দ: ১ নম্বর সদস্য কামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার তোজাম্মল হোসেন, তোফাজ্জল হোসেন, সরফুদ্দীন মোল্লা, মিলাদুল ইসলাম, এনামুল হক, তৌহিদুল মাওলা, কাজী গিয়াস উদ্দিন, শাহ আলম, শরীফজাদা মাহবুব রহমান, শামসুদ্দিন, মো. কাউসার, জামাল উদ্দিন, শামীম রেজা, বশির উদ্দিন ও সিয়াম আহমেদ প্রমুখ।এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার বাফেলো বিএনপির নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা সিরাজউদ্দৌলা বাবুল, আহ্বায়ক হাবিবুর রহমান এবং সদস্য সচিব সোহেল হাওলাদার।
বিশেষ মোনাজাত ও অঙ্গীকার দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু ও নিরাপদ রাজনৈতিক পথচলা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাধারণ মানুষের বিজয় ও শান্তি কামনায় দোয়া করা হয়।বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমানের নেতৃত্বে প্রবাসে ও দেশে বিএনপির গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান হবে। তারা দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন কামনা ওয়েস্টার্ন নিউ ইয়র্ক বিএনপির দোয়া মাহফিল







