গ্রাম বাংলা ২৬ ডিসেম্বর ২০২৫

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে শীতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহন চালকদের।শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৭টা ১৫ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার পর থেকেই নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকে। রাত সোয়া সাতটার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে পড়ে। এ সময় নৌ দূর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।বিআইডব্লিউটিসি-র দৌলত‌দিয়া ঘাট শাখা ব‌্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন সময়ের কণ্ঠস্বরকে জানান, ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে রাত সোয়া ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner