কমিউনিটি ২৮ সেপ্টেম্বর ২০২৫

আড়াইশ' শিক্ষার্থীসহ প্রায় ১হাজার অতিথির উপস্থিতিতে টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত

আজ আমরা শুধু শিক্ষাগত কৃতিত্ব নয়, তরুণদের উদ্যমতা, সৃজনশীলতা ও উদারতাকেও স্বীকৃতি দিচ্ছি: মেয়র লুৎফুর রহমান

post

টাওয়ার হ্যামলেটস এডুকেশন এওয়ার্ড ২০২৫ অনুষ্ঠিত হয়েছে ২৭ শে সেপ্টেম্বর, শনিবার। এতে বারার বিভিন্ন স্কুলের ২শ ৪৮ জন শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এই এওয়ার্ডের মাধ্যমে টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের স্কুল জীবনের সাফল্য বা অর্জন, একনিষ্ঠতা, প্রতিভার স্বীকৃতি প্রদান করা হয়। এওয়ার্ডের জন্য নিজ নিজ স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থীদের মনোনীত করা হয়।

 এওয়ার্ড প্রদানের মাধ্যমে তরুণ মেধাবীদের সম্মান জানাতে এবং তাদের অর্জিত সাফল্য উদযাপন করতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্য ছাড়াও বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন। সব মিলিয়ে এই সংখ্যা প্রায় হাজার।

 এডুকেশন এওয়ার্ডের জন্য মনোনীত শিক্ষার্থীদের মধ্য থেকে চুড়ান্ত বিজয়ীদের হাতে সার্টিফিকেট এবং ৫০ পাউন্ডের ভাউচার তুলে দেন টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান।

 টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “এখন তাদের দ্বিতীয় বছরে, আমাদের বারার ক্যালেন্ডারে এডুকেশন এওয়ার্ড আমার প্রিয় মুহুর্তগুলোর মধ্যে একটিতে পরিণত হয়েছে। আজকে আমরা শুধু শিক্ষাগত অর্জনকে বা কৃতিত্বকেই মূল্যায়ন করছিনা বরং আমরা আমাদের তরুনদের সত্যিকার অর্থে অনুপ্রেরণাদায়ক করে তোলে এমন উদ্যমতা, সৃজনশীলতা এবং উদারতাকে আমরা স্বীকৃতি দিচ্ছি।”

 মেয়র বলেন, “মনোনীত প্রতিটি শিক্ষার্থী তাদের স্কুল, তাদের পরিবার এবং তথা সমগ্র টাওয়ার হ্যামলেটসের জন্যে সম্মান বয়ে এনেছেন।”

 এতে এডুকেশন কেবিনেট মেম্বার এবং ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ূম তালুকদার ও চিলড্রেন্স সার্ভিসেস এর কর্পোরেট ডিরেক্টর স্টিভ রেডি এবং অনুষ্ঠানের স্পন্সর আইকন কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর নুরুন নবীসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

 ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ূম তালুকদার বলেছেন, “এই এওয়ার্ডে নেতৃত্ব এবং টিমওয়ার্ক শুরু করে সততা এবং উদ্ভাবনীসহ আমাদের শিক্ষার্থীদের ভিন্নমাত্রার শক্তিশালী গুণ বা প্রতিভার প্রতিফলন দেখা যায়। কঠোর পরিশ্রমে অর্জিত তাদের কৃতিত্বকে উদযাপন করা এবং তাদের এই কষ্টার্জিত সাফল্যের পেছনে তাদের স্কুল এবং পরিবারের ভূমিকাকে স্বীকৃতি দেওয়া সত্যিকার অর্থেই অসাধারণ একটি ব্যাপার। এর মাধ্যমে মূলত সবার সহযোগিতা নিয়ে আমরা টাওয়ার হ্যামলেটসের সুন্দর একটি ভবিষ্যত রচনা করছি।”

 চিলড্রেন্স সার্ভিসেস এর কর্পোরেট ডিরেক্টর স্টিভ রেড্ডি বলেন, “টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস ২০২৫—এ যোগ দিতে পেরে আমি আনন্দিত। আজকের এই আয়োজন আমাদের তরুণ প্রজন্মের অসাধারণ অর্জনকে উদযাপন করছে। প্রতিটি শিক্ষার্থী তাঁদের প্রতিভা, অধ্যবসায় এবং স্কুল ও কমিউনিটিতে ইতিবাচক অবদানের জন্য সম্মানিত হচ্ছে।”

 তিনি আরও বলেন, “এই বছর ২৭টি স্কুলের শিক্ষার্থীরা পুরস্কার পাচ্ছে। একই সঙ্গে তাঁদের পরিবার, শিক্ষক ও মেন্টরদের অবদানের স্বীকৃতিও জানানো হচ্ছে। এডুকেশন এওয়ার্ড ২০২৫ আমাদের টাওয়ার হ্যামলেটসের প্রাণবন্ত, উচ্চাকাঙ্ক্ষী এবং সম্ভাবনাময় চেতনার প্রতিফলন।”

 তিনি পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, “আপনারাই এই বরোর ভবিষ্যৎ। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনাদের পরবর্তী যাত্রা দেখার জন্য।”

 টাওয়ার হ্যামলেটসের ডেপুটি ইয়ং মেয়র এবং এ বছর এডুকেশন এওয়ার্ডের কো-হোস্ট বা সহকারী উপস্থাপক রোচেল লিউইস গ্যারি বলেন, “শিক্ষা, সৃজনশীলতা, নেতৃত্ব এবং ইতিবাচক নানা কর্মকান্ডে আমাদের তরুনদের সাফল্য উদযাপন করতে পেরে টাওয়ার হ্যামলেটস গর্বিত। একজন ইয়ং ডেপুটি মেয়র হিসেবে আমি এমন একটি প্রজন্মের প্রতিনিধিত্ব করতে পেরে সম্মানিত যারা পরিবর্তনের নেতৃত্ব দিতে, নতুন ধারণা আনতে এবং আমাদের বারোকে বসবাস ও শেখার জন্য আরও ভালো জায়গা করে তুলতে সাহায্য করতে প্রস্তুত।”

 এওয়ার্ডের জন্য বারার ভেতরে লোকাল অথোরিটি অর্থাৎস্থানীয় কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত, স্বাধীন এবং বিশেষ স্কুল অথবা কলেজ থেকে সর্বোচ্চ ১০ শিক্ষার্থীকে মনোনয়নের জন্যে আমন্ত্রণ জানানো হয়েছিল, যারা তাদের জিসিএসই, এ—লেভেল কিংবা সমমানের শিক্ষাগত যোগ্যতার জন্যে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্যে মনোনয়ন উন্মুক্ত ছিল।

 *পরিপূর্ণ অর্থে সাফল্য উদযাপন* :

মনোনয়নগুলিতে বিভিন্ন মানদন্ড প্রতিফলিত হয়েছে, বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে কিভাবে তরুনরা তাদের স্কুল এবং বৃহত্তর কমিউনিটিতে অবদান রেখেছেন। এওয়ার্ডে শুধু শিক্ষাগত কৃতিত্বকেই মূল্যায়ন করা হয়নি, বরং

*- ব্যক্তিগত এবং শিক্ষাগত গুনাবলি:* শিক্ষাগত কৃতিত্ব, শিক্ষাগত কৌতূহল, স্থিতিস্থাপকতা

*- নেতৃত্ব এবং সহযোগিতা:* নেতৃত্ব, দলগত কাজ, সততা

*- সৃজনশীল এবং সামাজিক অবদান:* সৃজনশীলতা, সামাজিক সম্পৃক্ততা, স্কুলের অবদান

 

পুরষ্কার বিতরণীর পাশাপাশি, দিনটিতে বক্তব্য, পরিবেশনা, একটি ভিডিও এবং ইন্টারেক্টিভ এক্টিভিটিজের আয়োজন করা হয়, যেখানে তরুণরা অনুষ্ঠানের পরিকল্পনা এবং পরিবেশনার কেন্দ্রবিন্দুতে ছিল।

________________________

*শিশু এবং তরুণদের জন্য চলমান বিনিয়োগ :*

 

এডুকেশন এওয়ার্ড টাওয়ার হ্যামলেটসের শিশু এবং তরুণদের শিক্ষাগত যাত্রায় বৃহত্তর সহায়তা এবং বিনিয়োগের অংশ।

কাউন্সিলের ইয়ূথ সার্ভিস, “ইয়ং টাওয়ার হ্যামলেটস“ এ কাউন্সিল ১৩ দশমিক ৭ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছে, যা বারার ইয়ূথ সেন্টারগুলোসহ বিভিন্ন জায়গায় ইয়ংদের জন্যে বিনামূল্যে ১শটির মত এক্টিভিটিজ বা কার্যক্রম পরিচালনা করছে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল দেশের প্রথম লোকাল অথোরিটি যেখানে প্রাইমারি এবং সেকেন্ডারী স্কুলের সব শিক্ষার্থীদের জন্য ফ্রি স্কুল মিল চালু করেছে, যার ফলে পরিবারগুলোর শিশু প্রতি বছরে গড়ে ৫৫০ পাউন্ড সাশ্রয় হচ্ছে।

২০২৩ সালের সেপ্টেম্বরে এই প্রকল্পটি শুরু হওয়ার পর থেকে, সেকেন্ডারী স্কুলের শিক্ষার্থীদের জন্য প্রায় দুই মিলিয়ন অতিরিক্ত ফ্রি মিল সরবরাহ করা হয়েছে।

এ বছর, কাউন্সিল স্কুল ক্লোিদং গ্র্যান্টও চালু করেছে, যে পরিবারে বছরে সর্বোচ্চ আয় ৫০,৩৫০ পাউন্ড সেই পরিবারের সন্তান যারা প্রথমবারের মতো প্রাইমারি এবং সেকেন্ডারী শুরু করেছে তারা রিসিপশন ইয়ারের শিক্ষার্থীর জন্যে ৫০ পাউন্ড এবং ইয়ার সেভেন ইয়ারের শিক্ষার্থীর জন্য ১৫০ পাউন্ড স্কুল ইউনিফর্ম ও পোষাক ক্রয়ের জন্য আবেদন করতে পারবে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner