সিলেট ১৫ সেপ্টেম্বর ২০২৫

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে শোকজ

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

সিলেট:
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে শোকজ করেছেন আদালত।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর আদালত) এ শোকজ নোটিশ জারি করেন।আদালত সূত্রে জানা যায়, সিলেটের একটি স্বনামধন্য ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (এসকেআইএসসি)-এর দুই শিক্ষক ও ভাইস প্রিন্সিপালকে বহিষ্কারের ঘটনায় দায়ের করা এক রিটের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসককে এই শোকজ পাঠানো হয়েছে।নোটিশে তাঁকে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।তবে রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে শোকজের কপি পৌঁছেনি বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডিসি মো. সারওয়ার আলম।শোকজ নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও এসকেআইএসসি-এর সিনিয়র শিক্ষিকা আবেদা হকের আইনজীবী ইরশাদুল হক।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner