গ্রাম বাংলা ১১ সেপ্টেম্বর ২০২৫

গলাচিপায় সন্ন্যাস গ্রহণ করে ৪০ বছর পার করলেন বিনয় হালদার

post

গলাচিপা (পটুয়াখালী) : পটুয়াখালীর গলাচিপায় সন্ন্যাস গ্রহণ করে ৪০ বছর অতিবাহিত করলেন গলাচিপার সন্তান বিনয় হালদার। বিনয় হালদার (৭০) হচ্ছেন অজয় কুমার হালদার ওরফে অজামিনির ছেলে। তিনি ৩০ বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে সংসার জীবন থেকে দূরে ছিলেন। এ বিষয়ে বিনয় হালদার বলেন, মন থেকে সব সাধুরা সবকিছু ছাড়তে পারে কিনা জানি না কিন্তু ঈশ্বরের নামে বা উপরওয়ালার নাম পড়ে থাকার ফল একটা তো আছেই। মানুষ বাঁচে কতদিন, ধর্ম কর্ম সকলকেই করা উচিৎ। সাধুদের মৃত্যু হয় অতি সামান্য রোগে ভুগে। ভগবানের কত দোয়া। সময় করে আজমীর শরীফ থেকে ঘুরে এলে মনটা পবিত্রতায় ভরে উঠবেই উঠবে। তিনি আরও বলেন, মানুষের সাংসারিক ও মানসিক শান্তির অন্তরায় হলো ধৈর্য্যরে অভাব। ধৈর্য্যরে অভাব মানুষের মৃত্যুকে পর্যন্ত আলিঙ্গন করতে পারে। পরিস্থিতি যাই হোক না কেন মানুষের সাথে ক্রোধ করা যাবে না। সব সময় মনে রাখতে হবে সবার উপরে মানুষ সত্য। তাহলে সুখ ও শান্তি পাওয়া যায়। সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রাখাও আমাদের কর্তব্য। তিনি আরও বলেন, ৪০ বছর সন্ন্যাস পালন করছি। ধর্ম সত্য এ ধর্ম নিয়েই বাঁচতে চাই।


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner