বিজ্ঞান ও প্রযুক্তি ৩০ আগস্ট ২০২৫

হ্যাকিং এর শিকার গুগল

post

টিভি নাইনটিন ঢাকা ডেস্ক : হ্যাকিং এর শিকার গুগল এমন খবর প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক । জনপ্রিয় ইমেইল প্ল্যাটফর্ম জিমেইল এর প্রায় ২৫০ কোটি ব্যবহারকারীদের তথ্য হ্যাকারদের হাতে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। 

ইতোমধ্যে তথ্যভান্ডারে প্রবেশ করে বিপুল পরিমাণ ব্যবসায়িক নথি ও গ্রাহকের তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সাইবার সিকিউরিটি ফার্ম ডার্ক ওয়েব ইনফর্মার জানিয়েছে ২৫০ কোটির বেশি জিমেইল ব্যবহারকারীর ইমেইল একাউন্টের  পাসওয়ার্ড এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে বিক্রির চেষ্টা চলছে। 

এই বিপুল তথ্য ফাসকে বলা হচ্ছে ইতিহাসের অন্যতম বড় সাইবার আক্রমণ। তবে সিকিউরিটি বিশেষজ্ঞরা জানিয়েছেন হ্যাকাররা গুগল এর সরাসরি সার্ভার নয় বরং বিভিন্ন পুরনো ডাটাবেজ থেকে সংগৃহীত তথ্যকে একত্রিত করে নতুনভাবে বিক্রির চেষ্টা করছে। 

এদিকে গুগল এর পক্ষ থেকে জানানো হয়েছে তাদের মূল সিস্টেম এখনো সুরক্ষিত রয়েছে। তবে ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। এদিকে সাইবার বিশেষজ্ঞদের মতে যেকোনো প্রতারণা থেকে বাঁচতে ব্যবহারকারীদের উচিত পাসওয়ার্ড পরিবর্তন ও শক্তিশালী করা। সেই সাথে সিকিউরিটি চেকআপ চালু করা, অ্যাডভান্স প্রটেকশন প্রোগ্রাম ব্যবহার করা এবং সম্ভব হলে পাসওয়ার্ডের পরিবর্তে পাস কি ব্যবহার করা। সাইবার জগতের এই বিশাল আক্রমণ আমাদের আবারো মনে করিয়ে দেয় ডিজিটাল নিরাপত্তা শুধু বড় প্রতিষ্ঠান নয় প্রতিটি ব্যক্তির জন্যই সমান গুরুত্বপূর্ণ তাই সচেতনতা আর সঠিক সাইবার হাইজিন পারে ঝুঁকি কমাতে |    


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner