প্রযুক্তির অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছে এক নতুন আতঙ্ক—স্পাইওয়্যার। আজকাল হ্যাকাররা এমন সব ক্ষতিকর সফটওয়্যার তৈরি করছে, যা অজান্তেই ঢুকে পড়ছে মানুষের ব্যক্তিগত জীবনে।
ভাবুন তো, আপনি নিশ্চিন্তে স্মার্টফোন ব্যবহার করছেন, অথচ কোথাও একটা ছোট্ট লিঙ্কে ক্লিক করার ভুলে মুহূর্তের মধ্যেই হাতছাড়া হয়ে যাচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য। ক্যামেরা, গ্যালারি, এমনকি ব্যাংক থেকে আসা এসএমএস—সবই চলে যাচ্ছে অচেনা হ্যাকারদের হাতে।
অচেনা অ্যাপেই বিপদের সূত্রপাত
আপনি জানলে অবাক হবেন, বর্তমানের কঠিন সিকিউরিটির মাঝেও ছোট্ট একটি মোবাইল অ্যাপ্লিকেশন কেরে নিতে পারে আপনার ফোনের সব তথ্য।
নিয়ে নেবে আপনার ক্যামেরা অ্যাক্সেস, গ্যালারি এবং ব্যাংক থেকে পাঠানো এসএমএসগুলো।
আপনার অজান্তেই আপনার ফোনের সবকিছু চলে যাবে হ্যাকারদের হাতে।
এই স্পাইওয়্যার অ্যাপগুলো আপনার ফোনে লিঙ্ক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ অথবা জিমেইলের মাধ্যমে জায়গা করে নিতে পারে।
এক ক্লিকেই ফোনের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি
একবার যদি ভুলবশত কোনো স্পাইওয়্যারের লিঙ্কে ক্লিক করেন, সঙ্গে সঙ্গে সেটি আপনার ফোনে ইনস্টল হয়ে অদৃশ্য হয়ে যাবে।
আপনি খুঁজেও বের করতে পারবেন না, কোথা থেকে আপনার তথ্য ফাঁস হচ্ছে।
সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো—এখনকার স্পাইওয়্যারগুলো এত শক্তিশালী যে, ফোন ফ্যাক্টরি রিসেট দেওয়ার পরও সেগুলো কার্যকর থেকে যায়।
দ্রুতগতির প্রযুক্তি, দ্রুত তৈরি মারাত্মক স্পাইওয়্যার
বর্তমানে হ্যাকাররা বিভিন্ন উন্নত প্রযুক্তি ব্যবহার করে এমন স্পাইওয়্যার তৈরি করছে, যা মাত্র ৩০ মিনিটের মধ্যেই প্রস্তুত হয়ে যায়।
এখনকার দিনে প্রযুক্তি যত উন্নত হচ্ছে, ঠিক তত দ্রুত এগোচ্ছে ভাইরাস আর স্পাইওয়্যারও।
আজকাল হ্যাকাররা খুব সহজেই তৈরি করে ফেলছে শক্তিশালী স্পাইওয়্যার, যা দিয়ে আপনার অজান্তেই চুরি হয়ে যাচ্ছে ব্যক্তিগত সব তথ্য।
কিভাবে বাঁচবেন এই হুমকি থেকে
তাহলে কিভাবে নিরাপদ থাকবেন?
সবসময় গুগল প্লে প্রোটেক্ট অন রাখুন।
অজানা কোনো লিঙ্কে ক্লিক করার আগে ভালোভাবে ভেবে দেখুন।
প্লে স্টোর ছাড়া অন্য কোথাও থেকে কোনো অ্যাপ ইনস্টল করবেন না।
ইনস্টল করার আগে অবশ্যই অ্যাপের রিভিউ ও রেটিং দেখে নিন।
সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন। কারণ একবার যদি এসব ক্ষতিকর স্পাইওয়্যার ফোনে ঢুকে পড়ে, নিজের অজান্তেই আপনার ব্যক্তিগত জীবন চলে যাবে অচেনা মানুষের হাতে।