লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে ১৫ আগস্ট রাতে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হলো

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

লন্ডন:
লন্ডনে বাংলাদেশ হাই কমিশন থেকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ছবি শুক্রবার ১৫ আগস্ট রাতে নামিয়ে নেয়া হয়েছে। শুক্রবার রাতেই ঢাকাস্থ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ফোন করে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়, ফলে তাৎক্ষণিকভাবে ওই রাতেই রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হয়।সরকারের কাছ থেকে এই নির্দেশনাটি এসেছে মৌখিকভাবে অর্থাৎ, টেলিফোনের মাধ্যমে, ইমেইল বা অন‍্য কোন দাপ্তরিক যোগাযোগ মাধ্যমে নয়।এ সম্পর্কে জানতে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার প্রেস-এর সাথে যোগাযোগের চেষ্টা করা হয়,কিন্তু তাঁর কাছ থেকে কোন সাড়া পাওয়া যায়নি। কি কারণে রাষ্ট্রপতির ছবি সরানোর এই নির্দেশনা, তা নিয়ে স্পষ্ট করে কেউ কিছু বলতে পারেনি।বিদেশে মিশনগুলো থেকে কেন রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার নির্দেশ পাঠানো হলো, ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও সে সম্পর্কে কোন বক্তব্য দেয়া হয়নি।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner