মুসলিমদের সুরক্ষায় ১১৭ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে ব্রিটেন

post

আন্তজার্তিক ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

লন্ডনঃ মুসলিমদের সুরক্ষা নিশ্চিতে প্রায় ১১৭ মিলিয়ন পাউন্ড (১৫০ মিলিয়ন ডলার) ব্যয় করবে ব্রিটেন । সোমবার পবিত্র রমজান মাস শুরু হওয়ার প্রেক্ষাপটে এই ঘোষণা দিয়েছে ব্রিটেনের সরকার। এই অর্থ ব্যয় করে দেশটির মসজিদ, মুসলিম স্কুল ও সম্প্রদায়টির অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে সিসিটিভি ক্যামেরা, এলার্ম ও নিরাপত্তা দেয়াল তৈরি করা হবে। এ খবর দিয়েছে আল-জাজিরা।খবরে জানানো হয়, ইসরায়েল-হামাস সংঘাত যুক্তরাজ্যে বিভাজনে ইন্ধন জোগাচ্ছে এমন উদ্বেগের প্রতিক্রিয়ায় এই ঘোষণা আসে। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি এক বিবৃতিতে বলেন, আমাদের সমাজে মুসলিমবিরোধী ঘৃণার কোনো স্থান নেই। আমরা মধ্যপ্রাচ্যের ঘটনাপ্রবাহের কারণে ব্রিটিশ মুসলমানদের বিরুদ্ধে অপব্যবহার মেনে নেব না।যুক্তরাজ্যে আনুমানিক চার মিলিয়ন মুসলিম বসবাস করে। মুসলিম বিদ্বেষ পর্যবেক্ষণকারী গোষ্ঠী  টেল মামা জানিয়েছে, মুসলিমদের বিরুদ্ধে অনলাইন আক্রমণ, শারীরিক আক্রমণ এবং অন্যান্য ধরণের হেনস্থার ঘটনা ৩৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner