সংবাদ সম্মেলন : ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় আল খায়ের ফাউন্ডেশনের ৮ জন কর্মী শহীদ হয়েছেন

post

গাজার উত্তরাঞ্চলে ত্রাণ বিতরণের সময় ইসরায়েলি বাহিনীর হামলায় যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা আল খায়ের ফাউন্ডেশনের ৮ জন কর্মী শহীদ হয়েছেন । ইফতার বিতরণের পাশাপাশি ত্রাণ কার্যক্রমের প্রচারমূলক ভিডিও ধারণ করার সময় এ ঘটনা ঘটে ।


 প্রথম হামলার পর, ঘটনাস্থল থেকে ফিরে আসা ক্যামেরাম্যানদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি চালায়। এরপর, যখন অন্য কর্মীরা আহতদের সহায়তা করতে এগিয়ে যান, তখন ইসরায়েলি ড্রোন থেকে তাদের ওপর দ্বিতীয় দফা হামলা চালানো হয়। এ হামলাটি এতটাই পরিকল্পিত ছিল যে দ্বিতীয় গাড়িটিকেও অনুসরণ করে নিশানা বানানো হয়।

 মঙ্গলবার ( ১৮ মার্চ )ঈকরা বাংলা টিভির কনফারেন্স হলে আয়োজিত এক প্রেস কনফারেন্স এ তথ্য জানানো হয়েছে । গত শনিবার (১৫ মার্চ) গাজার রোজাদার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের সময় তাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ করা হয় । মানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা আল খায়ের ফাউন্ডেশন ফিলিস্তিন, ইয়েমেন, সিরিয়া, লেবানন ও বাংলাদেশ সহ বিশ্বের ৭১ টি দেশে দুই দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

 আল-খায়ের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমাম কাসিম রশিদ আহমদের এর বিশেষ তত্ত্বাবধানে মূলত তুরস্কের ইস্তাম্বুল থেকে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনের গাজা,ইয়ামেন,সিরিয়া, লেবানন সহ বিভিন্ন দেশে কাজ করছে এ সংস্থা ।

ফিলিস্তিনের গাজায় দীর্ঘদিন থেক আল-খায়ের ফাউন্ডেশনের ত্রাণ কর্মীদের জীবন বাজি রেখে গাজায় ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করছে । গাজা যুদ্ধ শুরু পর থেকে আজ পর্যন্ত ১,১০০ ট্রাক খাবার ও মেডিকেল সামগ্রী সহ বিভিন্ন সাহায্য নিয়ে গাজায় পৌঁছেছে।এর মধ্যে থেকে ৫,০০০ ফুড প্যাক,১ মিলিয়ন রান্না করা খাবার মিল,৫,০০০ রান্না করা ফ্যামিলি খাবারের প্যাকেট, ২৫ মিলিয়ন লিটার খাবার পানি,১০,০০০ টেন্ট, ৯ টা অ্যাম্বুলেন্স,পবিত্র রমজান উপলক্ষে তিন লক্ষ রোজাদারের ইফতার মিল,তিন হাজার রমজান ফ্যামিলির ফুড প্যাক রয়েছে।

 গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে সেখানে এখন পর্যন্ত ৪৮,৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। আল খায়ের ফাউন্ডেশনের চেয়রম্যান ইমাম কাসিম রশিদ আহমদ এ নৃশংস হত্যাকান্ডে গভীর শোক ও তীব্র নিন্দা প্রকাশ করছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই যুদ্ধাপরাধের যথাযথ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ।
 
গাঁজার জন্য ৩ মিলিয়ন পাউন্ডের লক্ষ্যমাএা নিয়ে ৩০ হাজার গাজার পরিবারকে সাহায্য করার জন্য একযোগে ঈকরা বাংলা স্কাই ৭৭৮, ঈকরা ঊর্দু স্কাই ৭৩৯ ও ইসলাম টিভি স্কাই ৭৪১ এ আগামী ২৪ মার্চ বিকেল ৫ টা থেকে ২৬ মার্চ দিবাগত রাত ৩ টা পর্যন্ত বিশেষ গাজা আপিল চলমান থাকবে বলে জানানো হয় এ মিডিয়া ব্রিফিংএ ।

 এতে ভার্চুয়ালি অংশ নিয়ে বিস্তারিত তুলে ধরে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আল খায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমাম কাসিম রশিদ আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইকরা বাংলা টিভির অপারেশন ম্যানেজার ইমাম হোসাইন, চ্যারেরি কো-অর্ডিনেটর মুফতি ছালেহ আহমদ, আল খায়ের ফাউন্ডেশন ইস্ট লন্ডন ব্রাঞ্চ এর হেড মাওলানা আব্দুল বাসিত, ইকরা বাংলা টিভির প্রোগ্রাম ম্যানেজার রানা হামিদ, হেড অফ নিউজ আলাউর রহমান খান শাহীন।ও চিফ রিপোর্টার খালেদ মাসুদ রনি ।প্রেস বিজ্ঞপ্তি 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner