বাংলাদেশ ১২ আগস্ট ২০২৫

বি ওয়েল এর সামার সুইমিং সেশন

post

এই সামার হলিডে বা গ্রীষ্মকালীন ছুটিতে শিশুদের কিভাবে ব্যস্ত এবং সক্রিয় রাখবেন, তা নিয়ে ভাবছেন? টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেজার সার্ভিস ‘বি ওয়েল’ এর বেশ কয়েকটি নতুন এবং সময়োপযোগি সাঁতারের সেশন আছে যেখানে পুরো সামারজুড়ে পরিবারের সবাই সক্রিয় থাকতে পারবেন।

টিলার লেইজার সেন্টারে সামার ইনফ্লেটেবল ফানঃ এই সামার হলিডে বা গ্রীষ্মকালীন ছুটিতে টিলার লেইজার সেন্টার ৮ বছর থেকে ১৩ বছর বয়সী শিশু—কিশোরের জন্যে পুল ইনফ্লেটেবল সেশন পরিচালনা করছে। এতে স্লাইডসহ বিশাল একটি ইনফ্লেটেবল কোর্সের মাধ্যমে শিশুরা বেশ মজা করতে পারবে।

প্রতি মঙ্গল থেকে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ৩টা এবং শুক্রবার দুপুর ২টা থেকে ৩টা ও ৩টা থেকে ৪টায় সেশন পরিচালনা করা হয়।

প্রতি শিশুর জন্যে ৫ পাউন্ড এবং প্রতি প্রাপ্ত বয়স্কের জন্যে ৭ পাউন্ড ৯০ পেন্স চার্জ করা হয়।

https://towerhamletscouncil.gladstonego.cloud/book — এই ওয়েবসাইটে গিয়ে বুকিং দিতে হবে। অথবা বি-ওয়েল অ্যাপের মাধ্যমেও বুকিং দিতে পারবেন। বুকিংয়ের সমস্য আপনার লোকেশন হিসেবে টিলার লেইজার সেন্টার সিলেক্ট করার পর ‘ইনফ্লেটেবল সুইম সেশন’ সিলেক্ট করুন।

পপলার বাথে অতিরিক্ত সুইম ফর অল সেশনঃ পপলার বাথস লেইজার সেন্টারে পুরো সামারজুড়ে সবার জন্য অতিরিক্ত ‘সুইম ফর অল’ নামে একটি সেশন পরিচালনা করা হচ্ছে। এটি পরিবারের সবাই মিলে সক্রিয় থাকার এবং মজা করার একটি বড় সুযোগ। লেইনে সাঁতারুদের ‘সুইম ফর ফিটনেস’ বুকিং করে আসা উচিত। এখানে প্রতি শিশুর জন্যে ৫ পাউন্ড এবং প্রতি প্রাপ্ত বয়স্কের জন্যে ৭ পাউন্ড ৯০ পেন্স চার্জ করা হয়। বুকিংয়ের জন্যে https://towerhamletscouncil.gladstonego.cloud/book  এই ওয়েবসাইটে গিয়ে আপনার লোকেশন হিসেবে পপলার বাথ সিলেক্ট করার পর সুইম ফর অল সিলেক্ট করুন। নতুন উইকেন্ট সেশনের সময়সূচী জানতে ফাইন্ড আউট মোরে ক্লিক করুন।

এসইএন (সেন) ভুক্ত পরিবারের সুইমিং সেশনের জন্য নতুন সময়সূচীঃ টিলার লেইজার সেন্টারে স্পেশাল এডুকেশনাল নিড সংক্ষেপে এসইএন ভুক্ত পরিবারের জন্যে গ্রাহকদের মতামতের ভিত্তিতে শনিবার দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১টা ১৫ মিনিট এবং রোববার দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত সাঁতারের সময় নির্ধারণ করা হয়েছে।

এই সেশনেগুলোতে সর্বোচ্চ ১৬ বছর বয়সী কিশোর—কিশোরীদের পরিবারের জন্য যাদের অতিরিক্ত প্রয়োজন রয়েছে।

বুকিংয়ের জন্যে https://towerhamletscouncil.gladstonego.cloud/book  এই ওয়েবসাইট ভিজিট করুন অথবা বি ওয়েল অ্যাপসে গিয়ে আপনার লোকেশন হিসেবে টিলার লেইজার সেন্টার সিলেক্ট করার পর এসইএন ফ্যামিলি সুইম সিলেক্ট করুন।

 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner