এই সামার হলিডে বা গ্রীস্মকালীন ছুটির আগস্ট মাসে ইয়ং টাওয়ার হ্যামলেটস (ওয়াইটিএইচ) নিয়ে আসছে তাদের অষ্টম সামার অনুষ্ঠানমালা ।
এ সপ্তাহে তাদের প্রথম দুটি অনুষ্ঠান হয়েছে বিগল্যান্ড গ্রীন স্কুল এবং মাইলএন্ড পার্কে। এ দুটি অনুষ্ঠানে আনন্দ উপভোগের জন্যে বার্গার, বাংঙি দেঁৗড়, ইনফ্ল্যাটেবল, বাস্কেটবল শাউটআউট, বিএমএক্স বাইকিং, স্কেটবোর্ডিংসহ নানা ধরনের মজাদার আয়োজন।
পরবর্তী অনুষ্ঠান হবে আগামী ১২ আগস্ট, মঙ্গলবার ম্যাকডুগল পার্কে এবং আগামী ১৪ অগাস্ট, বৃহস্পতিবার রোপ ওয়াক গার্ডেন্সে। দুদিনই বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত অনুষ্ঠান চলবে।
আমাদের অনুষ্ঠানগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে ওয়েব সাইট ভিজিট করুনঃ Young Tower Hamlets Summer Vibes