কমিউনিটি ০৯ আগস্ট ২০২৫

এ—লেভেল এবং জিসিএসই পরীক্ষার ফলাফল প্রকাশের দিনে শিক্ষার্থীদের জন্যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পরামর্শ ও নির্দেশনা

post

এ—লেভেল এবং জিসিএসই পরীক্ষার ফলাফল প্রকাশের দিন ঘনিয়ে আসছে। দিনটিকে সামনে রেখে শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতার কথা মনে করিয়ে দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ‘ইয়ং ওয়ার্কপাথ’ সার্ভিস।

এ—লেভেলের রেজাল্ট প্রকাশিত হবে আগামী ১৪ই আগস্ট এবং জিসিএসই রেজাল্ট প্রকাশিত হবে ২১শে আগস্ট। ফলাফল হাতে পাওয়ার পর শিক্ষার্থীদের পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য প্রয়োজনীয় গাইডলাইন বা নির্দেশনা, পরামর্শ এবং সহযোগিতা দিবে ইয়ং ওয়ার্কপাথ।

ওয়াটনি মার্কেট আইডিয়া স্টোরে (২৬০ কমার্শিয়াল রোড, ই১ ২এফবি) দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ‘ইয়ং ওয়ার্কপাথ’ এর সাথে সরাসরি কথা বলুন। ‘ইয়ং ওয়ার্কপাথ’ কেরিয়ার সার্ভিসে টেলিফোন এবং ভিডিও কলের মাধ্যমেও স্বাক্ষাতকার দিতে পারবেন।

আমাদেরকে ইমেইল করুন youngworkpath@towerhamlets.gov.uk অথবা নিচের দুটি নাম্বারে আমাদের কল করুন ০৮০০ ৩৫৮১ ২৪১০ (ফ্রি ফোন) অথবা ০২০৭ ৩৬৪ ১৪০১।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আর কি ধরনের সহযোগিতা করে থাথে এবং ইয়ং পিপল, যারা কাউন্সিলের কেরিয়ার সার্ভিসের সেবা গ্রহণ করছে তাদের ব্যাপারে জানতে হলে ইয়ং টাওয়ার হ্যামলেটস ওয়েব সাইট ভিজিট করুনঃ Exam Results Day Support

 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner