গ্রাম বাংলা ১০ জুলাই ২০২৫

মোবাইল তুলতে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে চার তরুণের মৃত্যু হয়েছে। গ্যাসের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।চার তরুণ হলেন- শ্রীমঙ্গল হরিণছড়া চা বাগানের বাসিন্দা রানা নায়ক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)।এর আগে বুধবার (৯ জুলাই) রাত দেড়টার দিকে উপজেলার হরিণছড়া চা বাগানের একটি সেপটিক ট্যাংকে নেমে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, হরিণছড়া চা বাগানের একটি সেপটিক ট্যাংকে নেমে পাঁচজন বিষক্রিয়ায় আক্রান্ত হয়। সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner