গ্রাম বাংলা ০৬ মার্চ ২০২৪

ফরিদপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ টাইলস মিস্ত্রি নিহত

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে মাছবোঝাই পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বোয়ালমারীর মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কের বনমালীপুর এলাকায়।আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বোয়ালমারী থেকে টাইলস মিস্ত্রি ইমরান শেখ ও নাইম শেখ কাজের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে ভাঙ্গা যাচ্ছিলেন। এসময় বিপরিত দিক থেকে আসা মাছবোঝাই একটি পিকআপ মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।এ ঘটনায় পিকআপে থাকা দুই মাছ ব্যবসায়ী আহত হন। এদের মধ্যে একজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ পিকআপটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner