বাংলাদেশ ৩০ জুন ২০২৫

আবু সাঈদ হত্যা, ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
গত বছর জুলাই গণঅভ্যুত্থানের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।  সোমবার (৩০ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ প্রসিকিউশন পক্ষ এই অভিযোগ জমা দিয়েছে। বেলা সাড়ে ১১টায় অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে ট্রাইব্যুনাল শুনানি করবে।এর আগে তদন্ত সংস্থা তাদের প্রতিবেদনে আবু সাঈদ হত্যার সঙ্গে এই ৩০ জনের জড়িত থাকার বিষয়টি তুলে ধরেছিল। গত ১৫ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিল এবং শুনানির জন্য ২৬ জুন তারিখ নির্ধারণ করেছিল।প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানিয়েছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। এই ঘটনায় সাবেক এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায় সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম এবং ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আকাশসহ আরও অনেকে এই হত্যাকাণ্ডে সহায়তা ও উসকানি দিয়েছেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এই চার আসামি অন্য মামলায় আগেই গ্রেপ্তার ছিলেন।কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner