নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ বর্তমান পরিস্থিতি ও নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কাল বৈঠকে বসবে বিএনপি, জামায়াত ও এনসিপি। শনিবার (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।এসময়, তিনি বলেন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে। কোনও শক্তি বা ষড়যন্ত্রই নির্বাচন আটকাতে পারবে না।প্রেস সচিব জানান, সমসাময়িক বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে কয়েকজন উপদেষ্টা, ন্যাশন্যাল সিকিউরিটি এডভাইজার, পুলিশের ঊর্ধ্বতন কর্মকতাসহ আরও কয়েকজনের জরুরি বৈঠক হয়েছে ।নুরুল হক নুরের উপর হামলাকে ন্যাক্যারজনক উল্লেখ করে প্রেস সচিব জানান, এই ঘটনা তদন্তে একজন হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে বিচারবিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে।তিনি আরও জানান, এই ঘটনার পর নুরুল হক নুরের পরিবারের সাথে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।
বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক কাল
