বাংলাদেশ ২৫ জানুয়ারী ২০২৫

ঢাবির ভ‌র্তি প‌রীক্ষায় মু‌ক্তিযোদ্ধার নাতি-নাত‌নি কোটা বাদ

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ  ঢাকা বিশ্ববিদ্যাল‌য়ের (ঢাবি) এবারের ভ‌র্তি প‌রীক্ষায় মু‌ক্তি‌যোদ্ধার না‌তি-নাত‌নি‌ কোটা বাদ দি‌য়ে অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় শুধু মু‌ক্তি‌যোদ্ধার সন্তান‌দের জন্য কোটা রাখা হ‌য়ে‌ছে। বিষয়টিকে যৌ‌ক্তিক সংস্কার হিসেবেই দেখছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান।শনিবার (২৫ জানুয়ারি) সকালে ঢাবির পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন উপাচার্য।ড. নিয়াজ আহমেদ খান বলেন, ভর্তি পরীক্ষায় কোটার যৌক্তিক সংস্কার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি সর্বজনীন বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত করতে চাই।শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা চলে।ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭১ হাজার চারজন। এ ছাড়া বিভাগীয় শহরগুলোতে শনিবারের পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫৪ হাজার ৪৯৬ জন।এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে দুই হাজার ৯৩৪ আসনের বিপরীতে এক লাখ ২৫ হাজার ৫০০ শিক্ষার্থী আবেদন করেছেন।অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়েছেন ৪৩ জন শিক্ষার্থী।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner