বাংলাদেশ ০১ জুলাই ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।সোমবার (৩০ জুন) রাতে নিজের ফেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম।পোস্টে তিনি লেখেন, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন।প্রেস সচিব আরও লেখেন, প্রায় ১৫ মিনিট এই আলোচনাটি ছিল উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং গঠনমূলক। যা দুই দেশের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রতিফলিত করে।ফোনালাপে উভয় পক্ষ ভবিষ্যতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর ও বহুমাত্রিক হবে বলে আশা প্রকাশ করেন। তবে কী আলাপ হয়েছে, তা বিস্তারিত জানাননি প্রেস সচিব।এর আগে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের সঙ্গে ফোনে কথা বলেছিলেন ড. মুহাম্মদ ইউনূস। তবে কী নিয়ে তাদের মধ্যে কথা হয়েছিল, সে বিষয়ে কিছু জানা যায়নি।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner