নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং জাতীয় সংসদে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে আজ (১৯ জুন) নির্বাচন কমিশনের সপ্তম কমিশন সভা অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সপ্তম কমিশন সভা অনুষ্ঠিত হবে।সভার রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এবং জাতীয় সংসদে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে।
নির্বাচনী আচরণ বিধিমালা ও সীমানা পুনর্নির্ধারণে কমিশন সভা আজ
