বাংলাদেশ ১২ সেপ্টেম্বর ২০২৪

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান ৭ দিনের রিমান্ডে

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন


ঢাকাঃ ২০১৫ সালে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে ‘ক্রসফায়ারের নামে হত্যা’র অভিযোগে গ্রেপ্তার হওয়া ডিএমপির তৎকালীন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়ার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫৫ মিনিটে তাকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা, খিলগাঁও থানার উপ-পরিদর্শক গোলাপ মাহমুদ, সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।পুলিশের উপ-পরিদর্শক আশ্রাফ আলী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, বুধবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে র‌্যাবের একটি দল আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner